Advertisement
০৩ নভেম্বর ২০২৪
WE

বাংলাকে ভালবেসে ‘আমরা’ এ বার কলকাতায়

বাংলা আর ইংরাজি দুটো ভাষাতে লেখা হয়েছে বইটি। এর সঙ্গে রয়েছে ফোনেটিক্‌ এক্সপ্রেশন। তাই এটা পড়তে পারবেন, গানও গাইতে পারবেন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৮ ১৪:১০
Share: Save:

ফেসবুক, টুইটারের যুগে প্রতি মুহূর্তে গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হচ্ছে আমাদের। আর যা করতে গিয়ে অতীতের অনেক কিছুই যেন হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে মাতৃভাষার প্রতি আকর্ষণ। ম্লান হয়ে যাচ্ছে মানুষের প্রতি সুক্ষ অনুভূতিগুলিও।

ঐতিহ্য ও আধুনিকতার এই মেলবন্ধন ঘটানোর পরিকল্পনার মধ্য দিয়েই আত্মপ্রকাশ ‘‘We-আমরা’’-এর প্রথম ভাগের। শিক্ষামূলক ভাবনা-চিন্তা, ছোট-বড় সকলের কাছে পৌঁছে দিতে কবিতা, গান-গল্প, ছবিতে এক অনন্য উদ্যোগ। যার সিংহ ভাগ জুড়ে রয়েছে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার চেষ্টা।

বাংলা আর ইংরাজি দুটো ভাষাতে লেখা হয়েছে বইটি। এর সঙ্গে রয়েছে ফোনেটিক্‌ এক্সপ্রেশন। তাই এটা পড়তে পারবেন, গানও গাইতে পারবেন। মিউজিক অ্যালবামও আমেরিকায় প্রকাশিত হয়েছে।

দুই বাঙালিপ্রেমীর হাত ধরে পথ চলা শুরু। মূল উদ্যোক্তা গীতিকার নিবেদিতা গঙ্গোপাধ্যায় এবং সুরকার নির্মাল্য রায়। পরবর্তীতে বাংলা ভাষাকে ভালবেসে দলে যোগে দিয়েছেন আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালি, অবাঙালি এবং বহু বিদেশি নানা ভাষাভাষীর মানুষজনও। শিক্ষামূলক গান-কবিতা শিখেছেন, গান গাইছেন, কবিতা বলছেন প্রবাসী বাঙালিরা। আমেরিকার বিভিন্ন জায়গাতে অনুষ্ঠানও করছেন তাঁরা।

আরও পড়ুন: ভবানীপুরে ডাকাতির চেষ্টায় ধৃত চার দুষ্কৃতী

মার্কিন মুলুকে যাত্রা শুরু করে এ বার ‘আমরা’ পাড়ি দিতে চলেছে এ দেশেও। খোদ কলকাতাতেই। আসন্ন কলকাতা আন্তর্জাতিক বই মেলাতে ‘‘We –আমরা’’-এর বই ও সিডি পাওয়া যাবে। পাশাপাশি, ২ ফেব্রুয়ারি ‘জ্ঞান মঞ্চে’ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নাম ‘এক ঝলক We – আমরা’।

অন্য বিষয়গুলি:

CD We-আমরা NRI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE