Advertisement
০৩ নভেম্বর ২০২৪

মৃতদেহ উদ্ধার

বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক মহিলা আইনজীবীর পচাগলা দেহ। সোমবার শ্যামনগরের বাসুদেবপুর রোডের একটি আবাসনের একতলার ফ্ল্যাট থেকে ওই দেহ মেলে। পুলিশ জানায়, কিরণমালা সাধুখাঁ (৩৬) নামে ওই মহিলা বারাসত ও ব্যারাকপুর কোর্টে ওকালতি করতেন। ফ্ল্যাটে একাই থাকতেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জুন ২০১৬ ০৭:৪৩
Share: Save:

বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক মহিলা আইনজীবীর পচাগলা দেহ। সোমবার শ্যামনগরের বাসুদেবপুর রোডের একটি আবাসনের একতলার ফ্ল্যাট থেকে ওই দেহ মেলে। পুলিশ জানায়, কিরণমালা সাধুখাঁ (৩৬) নামে ওই মহিলা বারাসত ও ব্যারাকপুর কোর্টে ওকালতি করতেন। ফ্ল্যাটে একাই থাকতেন তিনি।

আবাসনের বাসিন্দারা জানান, দুর্গন্ধ পেয়ে তাঁরাই খোঁজাখুঁজি শুরু করেন। দেখেন একতলার ফ্ল্যাট থেকেই গন্ধ আসছে। পুলিশ গিয়ে ওই পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার করে। পুলিশের অনুমান, দিন দু’য়েক আগেই মৃত্যু হয়েছে তাঁর। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দাপ্রধান অজয় ঠাকুর বলেন, ‘‘অবসাদের জেরে আত্মহত্যা করে থাকতে পারেন ওই মহিলা। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে।’’

এ দিকে, রবিবার রাতে গরফার গ্রিন পার্কে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম মমতা সিংহ (৩০)। হাসপাতালে ওই মহিলাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশের অনুমান, অশান্তির কারণেই আত্মহত্যা করেন তিনি।

অন্য বিষয়গুলি:

Police Deceased Body Lawyer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE