সিনেমায় লগ্নির লোভ দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ করা যেন তাঁর কাছে ছেলেখেলা। ভুয়ো কোম্পানির সিল-প্যাড দেখিয়ে লোক ঠকিয়ে ‘মুরগি’ করার কারবার তিনি ভালই ফেঁদে বসেছিলেন বলে পুলিশের দাবি।
কিন্তু পুলিশের পাল্টা ফাঁদে পা দিয়ে কপাল পুড়ল ৩৬ বছরের তরুণীর। নিজেদের সিনেমার লগ্নিকারী বলে পরিচয় দিয়ে ফেসবুকে ছদ্ম প্রোফাইলের আড়ালে তাঁর সঙ্গে চ্যাট শুরু করেছিল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তাতেই পাল্টা ‘মুরগি’ হলেন মহিলা।
বিবাদী বাগ পাড়ার একটি হোটেলে পুরুলিয়ার এক ব্যবসায়ীকে ঠকিয়ে তিন কোটি টাকা হাতানোর অভিযোগে সোমা বাগ নামে সেই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার আজাদগড়ে তাঁর বাড়ি থেকেই ধরা হয় সোমাকে। পুলিশ জানায়, নাম ভাঁড়িয়ে রাজ্যে ফিল্ম প্রযোজকদের সংস্থা ইম্পা-য় তা নথিভুক্ত করিয়েও রেখেছিলেন তিনি। আর ফেসবুকে সোমা বাগ থেকে হয়েছিলেন ‘সোমা মিত্তল’। পুলিশের ধারণা, বেশ কয়েক জনকে সিনেমায় টাকা ঢালার লোভ দেখিয়ে তিনি ঠকিয়েছেন। পুরুলিয়ার কাপড় ব্যবসায়ী রুচিরা সুরেখা তেমনই এক জন।
ঠিক কী ভাবে সোমার পাল্লায় পড়লেন রুচিরা? পুলিশ সূত্রে খবর, সোমার স্বামী পুরুলিয়ায় চাকরি করতেন। তখনই সোমা-রুচিরার পরিচয়। ২০১৪-এ চুক্তির ভিত্তিতেই রুচিরা ও তাঁর পুত্র আশিস দফায় দফায় সোমাকে টাকা দেন। সেই টাকায় ছবি তৈরি হচ্ছে বোঝাতে সিনেমার ডিরেক্টর, কলাকুশলী সাজিয়ে কয়েক জনকে রুচিরার সামনে সোমা হাজিরও করেছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশের দাবি, কলকাতার হোটেলটিতে টাকার লেনদেন হয়। এর পরেই সোমা যেন ‘ভ্যানিশ’ হয়ে যান। মাঝে এক বার তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারলেও রুচিরার পু্ত্রকে হুমকি দিয়ে সোমার লোকজন মারধর করেন বলেও অভিযোগ। টাকা ঢেলেও সিনেমার নামগন্ধ দেখতে না পেয়ে এ বছরের গোড়ায় তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: জট কাটল দক্ষিণেশ্বর মেট্রোর
তার পরেও সোমার নাগাল পাওয়া সহজ ছিল না পুলিশের পক্ষে। পুরুলিয়ায় সোমার মেয়ের স্কুল থেকে তার ফোন নম্বর জোগাড় করে পুলিশ। সোমার মেয়ের ফেসবুক প্রোফাইল ঘাঁটতে গিয়েই পুলিশ বুঝতে পারে ফেসবুকে ‘সোমা মিত্তল’ নামে রয়েছেন সোমা বাগ। শিনা বরা খুনের মামলাখ্যাত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের মতো নিজের মেয়েকে ফেসবুকে বোন বলে পরিচয় দিয়েছিলেন সোমাও। নিজের বয়সও বছর দশেক কম দেখিয়েছিলেন। এতে পুলিশ কিছুটা ভড়কে গিয়েছিল। এর পরে ইম্পা-য় খোঁজখবর নিয়ে সোমার পরিচয় বিষয়ে নিশ্চিত হন তদন্তকারীরা। শুরু হয় চ্যাট করে তাঁকে পাল্টা ফাঁদে ফেলার ছক।
পুলিশকে ‘মুরগি’ তথা সম্ভাব্য লগ্নিকারী ধরে নিয়ে নিজের ফোন নম্বরটাও দিয়েছিলেন সোমা। এর পরে তাঁর নাগাল মেলে সহজেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy