প্রতীকী ছবি।
ছেলেটির বয়স মেরেকেটে ষোলো। কলকাতার সার্ভে পার্ক এলাকায় কিশোর ওই ছাত্র বারো ক্লাসে পড়ে। হঠাত্ই ফেসবুক পেজে তাঁর একটি ছবি দেখে ঘাবড়ে যায় বন্ধুরা। সেখানে ওই কিশোরের হাতে লেখা ‘এফ-৩২’! হাত চিরেই তা লেখা হয়েছে। সঙ্গে সঙ্গে বন্ধুরা ওই ছাত্রের বাড়ির লোকদের সে কথা জানিয়ে দেয়। তবে কি, প্রাণঘাতী ‘ব্লু হোয়েল’-এর খপ্পরে পড়েছে সে?
বাড়ির লোকেরাই সার্ভে পার্ক থানায় গোটাটা জানায়। এর পর পুলিশ এই ছাত্রকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাঁর কাউন্সিলিংও করানো হয়। পরে পুলিশ জানিয়েছে, দক্ষিণ কলকাতার ওই ছাত্রের সঙ্গে দিন কয়েক আগে তুমুল ঝগড়া হয় তাঁর বান্ধবীর। তাঁকে ভয় দেখাতেই নিজের হাত চিরে ‘এফ-৩২’ লেখে ওই ছাত্রটি। সেই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড করে সে।
আরও পড়ুন
জেলে বসেই ডেরা চালাবেন রাম রহিম
ব্লু হোয়েল খেলছি, বলল গড়বেতার ছাত্র, তার পর...
কিন্তু কেন?
পুলিশের দাবি, সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ‘ব্লু হোয়েলে’র মতো মারণ গেম-এ আকৃষ্ট হচ্ছে এই প্রজন্মের একাংশ। এই অনলাইন গেমের কবলে পড়ে সারা বিশ্বের নানা প্রান্তেই মৃত্যুর ঘটনাও ঘটছে। খাস কলকাতাতেই এ নিয়ে গুগ্লে কম খোঁজাখুঁজি চলেনি। মূলত এর ভয়াবহতাকেই হাতিয়ার করে বান্ধবীকে ‘শায়েস্তা’ করতে চেয়েছিল ওই ছাত্রটি। কিন্তু, তা করতে গিয়েই শেষমেশ পুলিশের কাউন্সেলিং! সার্ভে পার্ক থানার আধিকারিকেরা জানিয়েছেন, আপাতত তাঁরা কাউন্সেলিং-এর ব্যবস্থা করা হয়েছে।
গত মাসেই পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় প্রায় একই ধরনের কাণ্ড ঘটিয়েছিল একাদশ শ্রেণির এক ছাত্র। কয়েক জন বন্ধুদের সাহায্যে ‘ব্লু হোয়েল’ খেলার অভিনয় চালিয়ে যায় সে। উদ্দেশ্য একটাই, মা-বাবা থেকে শুরু করে সকলের নজরের কেন্দ্রে আসা। কলকাতার এই ছাত্রটির মতোই নিজের হাত চিরে ‘এফ-৫৭’ লিখে রেখেছিল সে। কিন্তু, সে-ও পুলিশি প্রশ্নের মুখে ভেঙে পড়ে জানিয়ে দেয় আসল কথা। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ জানিয়ে দেন, ‘ব্লু হোয়েল’-এর গ্রাসে পড়ে নয়, বরং চমক দেখাতেই বন্ধুদের সঙ্গে রীতিমতো পরিকল্পনা করেই ওই কাণ্ড ঘটিয়েছিল সে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy