ঘটনার প্রায় ১১ বছর পরে রিজওয়ানুর রহমানের অস্বাভাবিক মৃত্যু মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে কলকাতার নগর দায়রা আদালতে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিচারক কুমকুম সিংহের আদালতে ওই মামলায় প্রথম সাক্ষ্য দেন বুদ্ধদেব ঘোষ নামে এক আইনজীবী।
পুলিশ জানায়, ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় রিজওয়ানুরের মৃতদেহ। ওই যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয় বলে কড়েয়া থানায় এফআইআর দায়ের করেন তাঁর মা ও দাদা। অভিযোগ জানান, রিজওয়ানুরের বান্ধবীর বাবা, কাকা ও তাঁদের পরিবারের এক সদস্যের বিরুদ্ধে। কলকাতা পুলিশের এক ডেপুটি কমিশনার-সহ তিন জন এবং রিজওয়ানুরের প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধেও অভিযোগ জানান তাঁর পরিবারের লোকজন।
অভিযুক্তদের আইনজীবী অমিত ভট্টাচার্য ও অয়ন চক্রবর্তী শুক্রবার জানান, পুলিশি তদন্তে সন্তুষ্ট না হয়ে রিজওয়ানুরের পরিবার কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের করেন। হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়।
আইনজীবীরা জানান, ইতিমধ্যে নিম্ন আদালতে মামলার চার্জ গঠন হয়। কিন্তু তা নিয়েও অভিযোগকারী, অভিযুক্ত ও সিবিআই সুপ্রিম কোর্টে যায়। সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি। অমিতবাবু জানান, নগর দায়রা আদালতের বিচারক কুমকুম সিংহ পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন স্থির করেছেন ১০ ও ১১ মে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy