Advertisement
০৮ নভেম্বর ২০২৪

‘চৌকিদার চোর বলে সবাই চেঁচাচ্ছে, কিন্তু এখানে গামছা জড়িয়ে কে টাকা নিয়েছেন?’

প্রথম দিনের বিতর্কের শুরুতেই শাসক দলের মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, কাউন্সিলর অরূপ চক্রবর্তী, অনন্যা বন্দ্যোপাধ্যায়েরা পুর বাজেটকে ‘জনমুখী’ বলে দাবি করে বলতে থাকেন, পুর পরিষেবায় কলকাতা দেশের বাকি শহরগুলিকে ছাপিয়ে গিয়েছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৩৯
Share: Save:

জাতীয় রাজনীতিতে দেশ জুড়ে বিতর্ক চলছে চৌকিদার প্রসঙ্গ নিয়ে। এ বার তার আঁচ পড়ল কলকাতা পুরসভার বাজেট অধিবেশনেও।

প্রথম দিনের বিতর্কের শুরুতেই শাসক দলের মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়, কাউন্সিলর অরূপ চক্রবর্তী, অনন্যা বন্দ্যোপাধ্যায়েরা পুর বাজেটকে ‘জনমুখী’ বলে দাবি করে বলতে থাকেন, পুর পরিষেবায় কলকাতা দেশের বাকি শহরগুলিকে ছাপিয়ে গিয়েছে। পানীয় জল সরবরাহ থেকে জঞ্জাল অপসারণ, সবেতেই অন্য শহরগুলিকে টেক্কা দিয়েছে কলকাতা। যার কৃতিত্বের দাবিদার কলকাতা পুরবোর্ড। তাতে দলীয় কাউন্সিলরদের বাহবা মিললেও বাদ সাধেন বিরোধী বিজেপি ও বাম কাউন্সিলরেরা। উন্নয়নের প্রসঙ্গ উঠতেই বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা বলেন, ‘‘কেন্দ্রের টাকায় অনেক কাজ হলেও বলা হচ্ছে, রাজ্য করছে। তার হিসেবও দিচ্ছে না। ভোটের আগে রাজনীতি করছে।’’ এর পরেই তিনি বলে ফেলেন, ‘‘চৌকিদার চোর বলে সবাই চেঁচাচ্ছে আর আমরা এই পুরসভাতেই দেখেছি, গামছা জড়িয়ে কে টাকা নিচ্ছেন।’’

এতে শোরগোল পড়ে অধিবেশন কক্ষে। শাসকদলের পক্ষ থেকে বক্তব্য বাতিল করার দাবিও ওঠে। সেই পর্ব চুকলে ফের এক বার বাদানুবাদ শুরু হয় বিজেপি-র কাউন্সিলর মীনাদেবী পুরোহিতের সঙ্গে শাসক দলের মিতালি বন্দ্যোপাধ্যায়ের। তা থামাতে চেয়ারপার্সন মালা রায়কে এক সময়ে বলতে হয়, ‘‘এটা ঝগড়া করার জায়গা নয়। অধিবেশনে সংসদীয় গণতন্ত্র বজায় রাখার চেষ্টা করুন।’’

অধিবেশন শেষে মেয়র ফিরহাদ হাকিম বিজেপি-র বক্তব্য শুনে বলেন, ‘‘ওঁরা তো ক্ষমতায় আসবেন না। তাই ভুলভাল বলে বাজার গরম করার চেষ্টা করছেন।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE