Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Calcutta News

যুবকের মৃত্যু ঘিরে এখনও কাটেনি রহস্য

পড়শিদের কথায়, এক প্রোমোটারের সঙ্গে ইদানীং ওই ব্যক্তিকে নিয়মিত দেখা যাচ্ছিল। কী কারণে ওই প্রোমোটারের সঙ্গে তাঁর ওঠাবসা ছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুন ২০১৮ ০১:৩৮
Share: Save:

লেক গার্ডেন্সের বাসিন্দা অনির্বাণ মিত্রের মৃত্যু স্বাভাবিক না কি এর পিছনে রহস্য রয়েছে, তা নিয়ে এখনও ধন্দে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার দুপুরে অনির্বাণবাবুকে উদ্ধারের সময়ে তাঁর মুখ থেকে ফেনা বেরোতে দেখা যায়। প্রাথমিক ভাবে দেখে মনে হয়েছে, তরল জাতীয় কোনও খাবার খেয়েছিলেন তিনি। ফলে বিষক্রিয়ায় না কি অন্য কোনও কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়না-তদন্তের রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত হতে পারবেন তদন্তকারীরা।

পড়শিদের কথায়, এক প্রোমোটারের সঙ্গে ইদানীং ওই ব্যক্তিকে নিয়মিত দেখা যাচ্ছিল। কী কারণে ওই প্রোমোটারের সঙ্গে তাঁর ওঠাবসা ছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে পড়শিরা জানিয়েছেন, তাঁরা জানতেন বেশ কয়েকটি জমি ছিল অনির্বাণবাবুর। সেগুলি এক প্রোমোটারকে দিয়েই টাকা পেয়েছিলেন তিনি। রিজেন্ট পার্কের জমি নিয়ে সম্প্রতি এক প্রোমোটারের সঙ্গে ফের যোগাযোগ শুরু হয়েছিল অনির্বাণবাবুর। সেটি নিয়েই কোনও রকম ঝামেলা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

যদিও অনির্বাণবাবুর এক পড়শি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেও তিনি অনির্বাণবাবুর ঘরে আওয়াজ পেয়েছেন। কিন্তু শুক্রবার সকাল থেকে তাঁকে ডেকে সাফাইকর্মী ফিরে গিয়েছিলেন। দুপুরে খাবার দিতে এসে হরি বসু নামে এক ব্যক্তি বারবার ডেকেও সাড়া পাননি বলে জানিয়েছে পুলিশ। তার পরেই আবাসনের কেয়ারটেকার অসীম মাইতির সাহায্যে দরজা ভেঙে তাঁরা ঘরের মেঝেতে অনির্বাণবাবুকে পড়ে থাকতে দেখেন। ফলে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, বৃহস্পতিবার মাঝরাত কিংবা শুক্রবার ভোরেই মৃত্যু হয়েছে অনির্বাণবাবুর।

অন্য বিষয়গুলি:

Lake Gardens Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE