Advertisement
৩০ অক্টোবর ২০২৪

ঘটনাস্থলেই ছিল গোপাল, দাবি আদালতে

গিরিশ পার্কে এসআই জগন্নাথ মণ্ডল গুলিবিদ্ধ হওয়ার সময়ে ঘটনাস্থলেই ছিল গোপাল তিওয়ারি। বুধবার ব্যাঙ্কশাল আদালতে এই দাবি করেন সরকারি আইনজীবী শুভেন্দু ঘোষ। লালবাজার সূত্রের খবর, গোপালকে গ্রেফতারের পরে দু’জন প্রত্যক্ষদর্শীকে পান গোয়েন্দারা। তাঁদের বয়ানে জানা যায়, ১৮ এপ্রিল পুরভোটের দিন ঘটনাস্থলে হাজির ছিল গোপাল। ফলে এই মামলায় তার বিরুদ্ধে প্রমাণ আরও জোরালো হল বলেই মনে করছেন গোয়েন্দারা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০০:০১
Share: Save:

গিরিশ পার্কে এসআই জগন্নাথ মণ্ডল গুলিবিদ্ধ হওয়ার সময়ে ঘটনাস্থলেই ছিল গোপাল তিওয়ারি। বুধবার ব্যাঙ্কশাল আদালতে এই দাবি করেন সরকারি আইনজীবী শুভেন্দু ঘোষ। লালবাজার সূত্রের খবর, গোপালকে গ্রেফতারের পরে দু’জন প্রত্যক্ষদর্শীকে পান গোয়েন্দারা। তাঁদের বয়ানে জানা যায়, ১৮ এপ্রিল পুরভোটের দিন ঘটনাস্থলে হাজির ছিল গোপাল। ফলে এই মামলায় তার বিরুদ্ধে প্রমাণ আরও জোরালো হল বলেই মনে করছেন গোয়েন্দারা।

প্রশ্ন উঠেছে, গোলমাল চলাকালীন শাসকদলে গোপালের ‘মদতদাতা’রাও কি ঘটনাস্থলে ছিলেন? পুলিশ তেমন কিছু জানায়নি। তবে লালবাজারের একাংশের বক্তব্য, গোপালের মদতদাতাদের নাম তাঁদের কাছে স্পষ্ট। কিন্তু মদতদাতাদের ধরার পিছনে শীর্ষ কর্তাদের অনুমতি নেই। এ দিন আইনজীবী লোকেশ শর্মা গোপালের জামিনের আর্জি জানালে বিরোধিতা করেন সরকারি আইনজীবী। ফের এক দিনের পুলিশি হেফাজতের পরে আজ, বৃহস্পতিবার গোপালকে আদালতে তোলা হবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE