Advertisement
০৬ নভেম্বর ২০২৪

বাড়ি থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

পুলিশ সূত্রের খবর, ফুলবাগান এলাকার একটি স্কুলে পড়ত বিকাশ। সুনীলবাবু জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি ও তাঁর স্ত্রী তাপসী ব্যাঙ্কের কাজে বেরিয়েছিলেন। বিকাশ ছিল স্কুলে।

বিকাশ সর্দার

বিকাশ সর্দার

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৯ ০১:০৬
Share: Save:

সপ্তম শ্রেণির এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের দত্তাবাদে। মৃতের নাম বিকাশ সর্দার (১৩)। তাঁর বাবা সুনীল সর্দার পেশায় রাজমিস্ত্রি। ওই দিন সন্ধ্যায় তিনি ও তাঁর স্ত্রী বাড়ি ফিরে ছেলের ঝুলন্ত দেহ দেখেন।

পুলিশ সূত্রের খবর, ফুলবাগান এলাকার একটি স্কুলে পড়ত বিকাশ। সুনীলবাবু জানিয়েছেন, বৃহস্পতিবার তিনি ও তাঁর স্ত্রী তাপসী ব্যাঙ্কের কাজে বেরিয়েছিলেন। বিকাশ ছিল স্কুলে। সে বিকেল পাঁচটার মধ্যে বাড়ি ফিরে আসত। ওই দিন সাড়ে পাঁচটা নাগাদ সুনীলবাবুরা বাড়ি ফিরে দরজা খুলতে গিয়ে দেখেন, ঘরের ছাদের বাঁশের সঙ্গে স্কুলের বেল্টের ফাঁস লাগিয়ে ঝুলছে বিকাশ। খবর পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। কোনও মতে নামানো হয় ওই ছাত্রের দেহ।

স্থানীয়েরা জানিয়েছেন, এলাকার পড়ুয়াদের বইয়ের মলাট দেওয়ার কাজ থেকে শুরু করে তাদের স্কুলের খাতা তৈরি করে দিত বিকাশ। বিভিন্ন সামগ্রী কেটে সেই টুকরো দিয়ে অন্য জিনিস তৈরি করতেও ভালবাসত। সুনীলবাবু পুলিশকে জানিয়েছেন, তাঁর ছেলে খেলাধুলো বিশেষ করত না। তবে গান শুনতে পছন্দ করত। সম্প্রতি বিকাশ মোবাইলে ডব্লিউডব্লিউএফের খেলা দেখত। তার সঙ্গে এই ঘটনার সম্পর্ক রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্ত জানান, কী ভাবে এমন ঘটল তা স্পষ্ট নয়। তদন্তে সব দিকই দেখা হচ্ছে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

অন্য বিষয়গুলি:

Death Suicide Duttabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE