Advertisement
৩০ অক্টোবর ২০২৪

জামিন পেল না গোপাল

গিরিশ পার্ক-কাণ্ডে ফের জামিনের আবেদন খারিজ হল প্রধান অভিযুক্ত গোপাল তিওয়ারির। বৃহস্পতিবার গোপাল ছাড়া বাকি দশ ধৃতেরও জামিনের আবেদন খারিজ করে দেন ব্যাঙ্কশাল আদালতের এসিজেএম অঞ্জন সরকার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জুন ২০১৫ ০০:২২
Share: Save:

গিরিশ পার্ক-কাণ্ডে ফের জামিনের আবেদন খারিজ হল প্রধান অভিযুক্ত গোপাল তিওয়ারির। বৃহস্পতিবার গোপাল ছাড়া বাকি দশ ধৃতেরও জামিনের আবেদন খারিজ করে দেন ব্যাঙ্কশাল আদালতের এসিজেএম অঞ্জন সরকার। ধৃতদের ৯ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন তিনি। এর আগেও জামিনের আবেদন খারিজ হয়েছিল গোপালের।

এ দিন সরকারি আইনজীবী শুভেন্দু ঘোষ ধৃতদের শনাক্তকরণ প্রক্রিয়ার (টিআই প্যারেড) আবেদন জানান। ওই ঘটনায় অভিযুক্ত পলাতক দুষ্কৃতীদের বিরুদ্ধে হুলিয়া জারির আবেদন করা হয়। পুলিশ জানায়, আদালত দু’টি আবেদনই মঞ্জুর করেছে। কলকাতা পুরভোটের দিন গিরিশ পার্কে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে আহত হন জগন্নাথ মণ্ডল নামে এক পুলিশ অফিসার। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২৭মে গোপাল তিওয়ারিকে বাগুইআটি থেকে গ্রেফতার করে পুলিশ। আগেই গ্রেফতার হয়েছিল গোপালের দশ জন শাগরেদ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE