পথ দুর্ঘটনায় এক কিশোরীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়াল ইএম বাইপাসে। বিক্ষোভের পাশাপাশি রুবি এবং অভিষিক্তার মধ্যবর্তী মন্দিরতলার পথ অবরোধ করে রাখলেন স্থানীয়রা। বুধবার সকালের ঘটনা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, এ দিন সকালবেলা অন্য দিনের মতোই পড়তে বেরিয়েছিল রীতা সর্দার (১২)। সাড়ে ৮টা নাগাদ বাড়ি ফেরার পথে ওই কিশোরী যখন রাস্তা পার হতে যাচ্ছিল, তখন একটি গড়িয়াগামী বাস বেপরোয়া ভাবে এসে তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই কিশোরী। দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় ওখানে ট্রাফিক পুলিশ ছিল না। শুধু আজ নয়, মাঝে মাঝেই এলাকার ওই ক্রসিংয়ে ট্রাফিক পুলিশের নজরদারি থাকে না। ফলে এ ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকে, তার কোনও প্রতিকার হয় না।
বাসটি কিশোরীকে পিষে দিয়ে চলে যাওয়ার কিছু ক্ষণের মধ্যেই এলাকায় উত্তেজনা ছড়ায়। বিক্ষোভে নামেন স্থানীয়রা। প্রায় ১৫০ জন দুর্ঘটনার প্রতিকারের দাবিতে পথ অবরোধ করেন। ফলে বাইপাসে যানচলাচল বন্ধ হয়ে যায়। সাড়ে ১১টা পর্যন্ত এই অবরোধ চলে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy