Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪
State nws

পার্কসার্কাসের ডন-বসকো স্কুলে আগুন, আতঙ্কিত পড়ুয়ারা

ক্লাস চলাকালীন পার্কসার্কাসের ডন-বসকো স্কুলের ছাদে আগুন লাগায় তীব্র আতঙ্ক ছড়াল পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে। বুধবার দুপুরের এই দুর্ঘটনায় অবশ্য কেউ হতাহত হননি। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্কুল থেকে বের করে নিয়ে আসা হয়েছে পড়ুয়াদের। ছবি রণজিত নন্দী

স্কুল থেকে বের করে নিয়ে আসা হয়েছে পড়ুয়াদের। ছবি রণজিত নন্দী

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৬ ১৫:২১
Share: Save:

ক্লাস চলাকালীন পার্কসার্কাসের ডন-বসকো স্কুলের ছাদে আগুন লাগায় তীব্র আতঙ্ক ছড়াল পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে। বুধবার দুপুরের এই দুর্ঘটনায় অবশ্য কেউ হতাহত হননি। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পার্কসার্কাসের ডন বসকো স্কুলের ছাদে নির্মাণ কাজ চলছে। স্কুলের তরফে জানানো হয়েছে, এ দিন বেলা সাড়ে ১২টা নাগাদ সেখানে জমা করে রাখা কাগজপত্রে কোনও ভাবে আগুন লেগে যায়। তখন টিফিন পিরিয়ড চলছিল। ছাদ থেকে ধোঁয়া বেরতে দেখে পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় সঙ্গে সঙ্গেই সমস্ত ক্লাস থেকে পড়ুয়াদের বাইরে বের করে আনা হয়। স্কুলের তরফে মেসেজ সমস্ত অভিভাবকদেরও আতঙ্কিত না হওয়ার অনুরোধ করা হয়।

এই ঘটনার পর শিক্ষামন্ত্রী প্রাথমিক ভাবে স্কুল কর্তৃপক্ষের থেকে খোঁজখবরও নেন। এর পর পার্থবাবু বলেন, ‘‘নির্মাণকাজের সময় শ্রমিকদের ছুড়ে দেওয়া সিগারেটের টুকরো থেকে এই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’

আরও পড়ুন: তিন মাসের ব্যবধানে দু’বার জন্মাল এই শিশু!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

don bosko school fire fire
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE