শুক্রবার গভীর রাতে দ্বিতীয় হুগলি সেতুতে (বিদ্যাসাগর সেতু) পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ট্রাক চালকের। ঘটনায় গুরুতর জখম হন দু’জন।
পুলিশ সূত্রের খবর, ডিভাইডার ভেঙে অন্য লেনে ঢুকে পর পর তিনটি ট্রাককে ধাক্কা মারে হাওড়ার দিক থেকে কলকাতা যাওয়া নিয়ন্ত্রণ হারানো একটি পণ্যবোঝাই ট্রাক। ধাক্কায় ঘাতক ট্রাকের চালকের মৃত্যু হয়। দুর্ঘটনায় দু’জন গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন:
দ্বিতীয় হুগলি সেতুতে মোতায়েন কলকাতা পুলিশের কর্মী দ্রুত দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার জেরে বেশ কিছু ক্ষণ হাওড়ামুখী যান চলাচল বন্ধ থাকে। অন্য একটি ট্রাকের সঙ্গে রেষারেষির সময়ই ঘাতক ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান বলে প্রত্যক্ষদর্শীদের একাংশ জানাচ্ছেন।