Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪
Viral News

একে একে ছ’জন মহিলাকে বিয়ে ইঞ্জিনিয়ারের, ‘অবিবাহিত’কে সাহায্য গোটা পরিবারের! হইচই মধ্যপ্রদেশে

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশের ওই যুবকের নাম রুস্তম সিংহ শেখর। ২০১৮ সালের মে মাসে প্রথম স্ত্রী মমতা জামরাকে বিয়ে করেন পেশায় সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার রুস্তম।

Software Engineer Marries Five Other Women; Family Portrayed Him As Bachelor

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৩
Share: Save:

ছ’জন মহিলাকে বিয়ে করে তাক লাগালেন মধ্যপ্রদেশের সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার। তবে একসঙ্গে নয়, গোয়ালিয়রের ওই যুবক ছ’জনকে বিয়ে করেছেন এক এক করে। নতুন বিয়ে করার সময় তিনি এবং তাঁর পরিবার লুকিয়ে গিয়েছেন আগের বিয়ের কথা। পুরো বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে সারা মধ্যপ্রদেশ জুড়ে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশের ওই যুবকের নাম রুস্তম সিংহ শেখর। ২০১৮ সালের মে মাসে প্রথম স্ত্রী মমতা জামরাকে বিয়ে করেন পেশায় সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার রুস্তম। তবে সংসার করার কয়েক দিনের মধ্যেই গায়েব হয়ে যান। অভিযোগ, এর পর বিভিন্ন সময়ে আরও পাঁচটি সংসার ফেঁদেছিলেন রুস্তম। আর পুরোটাই হয়েছিল তাঁর পরিবারের মদতে। প্রতিবারই নাকি রুস্তমকে ‘অবিবাহিত’ বলে পরিচয় দেয় তাঁর পরিবার।

বিষয়টি প্রকাশ্যে আসার পর ২০২২ সালে রুস্তমের বিরুদ্ধে হয়রানির মামলা করেন প্রথম স্ত্রী মমতা। সেই মামলা এখনও আদালতে বিচারাধীন। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির দু’বছর পরেও পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারেনি। মমতার দাবি, রুস্তম দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন। তাঁর পাসপোর্ট এবং অন্য নথিপত্র বাজেয়াপ্ত করার আবেদনও তিনি জানিয়েছেন। সরব হয়েছেন রুস্তমের বাকি স্ত্রীরাও। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গোয়ালিয়রের মহিলা অপরাধ দমন শাখার ডিএসপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE