Advertisement
০২ নভেম্বর ২০২৪

বোতলবন্দি সস্তার জল ধরতে অভিযান

দু’একটি ক্ষেত্রে বোতলবন্দি জলেও সেই জীবাণু মেলায় মেয়র শোভন চট্টোপাধ্যায় বোতলের জলের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। এ নিয়ে সোমবার কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন তিনি। তার ভিত্তিতে এ দিন দক্ষিণ কলকাতার ওই সব এলাকায় অভিযান চালান পুরসভার ফুড সেফটি ইন্সপেক্টর ও এনফোর্সমেন্ট শাখা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ০২:০৫
Share: Save:

বোতলবন্দি জলের বিরুদ্ধে অভিযান চালাল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখা। যাদবপুর, বাঘা যতীন এলাকার ১৪টি ওয়ার্ডে সম্প্রতি আন্ত্রিকের প্রকোপ বেড়েছে। পরীক্ষায় পুরসভার সরবরাহ করা জলে কয়েকটি জায়গায় কলিফর্ম ব্যাকটিরিয়া মেলে। দু’একটি ক্ষেত্রে বোতলবন্দি জলেও সেই জীবাণু মেলায় মেয়র শোভন চট্টোপাধ্যায় বোতলের জলের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। এ নিয়ে সোমবার কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন তিনি। তার ভিত্তিতে এ দিন দক্ষিণ কলকাতার ওই সব এলাকায় অভিযান চালান পুরসভার ফুড সেফটি ইন্সপেক্টর ও এনফোর্সমেন্ট শাখা। মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ জানান, বেশ কিছু কোম্পানির জলের বোতলে আইএসআই, ফুড সেফটির ছাপ ছিল না। পুলিশ জানিয়েছে, বেশ কয়েকটি কোম্পানির তৈরি জল ঠিক মতো শুদ্ধ না করেই বাজারে বিক্রি হচ্ছে। সেই বোতলগুলি বাজেয়াপ্ত করে সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কয়েকটি বোতলের জল পরীক্ষার জন্য আনা হয়েছে। একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে, ভূগর্ভস্থ জল তুলে বোতলে ভরার হচ্ছে। জল তোলার অনুমতি কারা দিল, বিনা অনুমতিতে তা করা হচ্ছে কি না, দেখা হবে বলে জানায় পুলিশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE