পটনার আকাশ ছাড়াতেই পাইলট জানালেন বিমানে গোলযোগ। টের পেলেন, বিমানের ডানায় এমন গোলযোগ যে মাটিতে নামার পরক্ষণেই সমস্যা হতে পারে। এমনকী রানওয়েতে আটকে যেতে পারে বিমান। খবরটা শুক্রবার দুপুর দেড়টা নাগাদ এ খবর এসে পৌঁছয় কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর কাছে। এয়ার ইন্ডিয়ার বিমানটি ১৫২ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে বাগডোগরা যাচ্ছিল। মাঝপথে ওই গোলযোগ। বিমানকে কলকাতায় নামিয়ে আনলে রানওয়েও আটকে যেতে পারে এমন আশঙ্কা দেখা দেয়। শুক্রবার সকাল থেকে কলকাতার প্রধান রানওয়ে বন্ধ রেখে রুটিন রক্ষণাবেক্ষণ কাজ চলছিল। বিমান ওঠানামা করছিল দ্বিতীয় রানওয়ে দিয়ে। তাতে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি নেমে আটকে গেলে বিপত্তি হতে পারে। বন্ধ করে দিতে হতে পারে বিমান ওঠানামা। তাই ঠিক হয় প্রধান রানওয়ের কাজ বন্ধ করে দিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানকে সেখানে নামিয়ে আনা হবে। সেই মতো বিমানকে আকাশে চক্কর কাটতে বলা হয়। বিমানবন্দরের এক অফিসার এই দিন বলেন, ‘‘যে ধরনের গোলযোগ ছিল, তাতে ওই বিমানের আকাশে উড়তে অসুবিধা হয়নি।’’ সে আকাশে ওড়ার ফাঁকেই তার আগে ও পিছনে থাকা পাঁচটি বিমানকে নামিয়ে আনা হয় কলকাতায়। আর কলকাতা থেকে ছেড়ে উড়ে যায় আরও পাঁচটি বিমান। বন্ধ করে দেওয়া হয় প্রধান রানওয়ে রক্ষণাবেক্ষণ কাজ। সেখান থেকে যন্ত্রপাতি সরিয়ে দুপুর আড়াইটা নাগাদ এয়ার ইন্ডিয়ার ওই বিমানকে প্রধান রানওয়েতে জরুরি অবতরণ করানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রানওয়ের মাটি ছোঁয়ার পরে বিকট শব্দে ব্রেক মেরে ওই এয়ারবাস ৩২০ বিমান দাঁড়িয়ে যায়। তার পর তাকে টেনে নিয়ে আসা হয় পার্কিং বে-তে। যাত্রীদের সেখান থেকে নামিয়ে অন্য বিমানে পাঠিয়ে দেওয়া হয় বাগডোগরা। এই দিন ওই বিমানটি সারানোর কাজও শুরু হয়েছে। প্রায় এক ঘণ্টা প্রধান রানওয়ের কাজ বন্ধ থাকার পরে ফের রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy