নিউ গড়িয়া-বিমানবন্দর আর নোয়াপাড়া-বারাসত— দু’টি মেট্রো প্রকল্পই শেষ হচ্ছে দমদম বিমানবন্দরে। এ বার ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পও সল্টলেক থেকে সম্প্রসারিত হয়ে যেতে চায় বিমানবন্দরে। প্রশ্ন উঠেছে, সব প্রকল্পই বিমানবন্দরে গেলে চলবে কী ভাবে! এই অবস্থায় রাজ্য সরকার চায়, কোন প্রকল্প কত দূর যাবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিক রেল বোর্ড। এই মর্মে রেল বোর্ডকে চিঠিও দিচ্ছে তারা।
নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। নোয়াপাড়া-এয়ারপোর্ট-বারাসত মেট্রো প্রকল্পে বিমানবন্দর পর্যন্ত শুধু কামারহাটি পুরসভার অল্প কিছু জায়গা ছাড়া বাকি জমি-জট কেটে গিয়েছে। কিন্তু বিমানবন্দর থেকে বারাসত পর্যন্ত প্রকল্প নিয়ে যেতে এখনও রয়েছে হাজারো জমি-জট। প্রাথমিক ভাবে তাই ঠিক হয়েছে, নোয়াপাড়া-বারাসত প্রকল্প প্রথম ধাপে বিমানবন্দর পর্যন্ত যাবে। এই অবস্থায় ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প চাইছে সল্টলেকে শেষ হওয়ার পরে ফের সম্প্রসারণ করতে। সে ক্ষেত্রে সল্টলেক থেকে প্রথমে হলদিরাম, সেখান থেকে তা যাবে বিমানবন্দর। ইতিমধ্যেই ঠিক হয়েছে, হাওড়ার দিকে হাওড়া ময়দান থেকে সাঁতরাগাছি পর্যন্ত সম্প্রসারিত করা হবে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প।
সল্টলেক থেকে সম্প্রসারণের ক্ষেত্রেই ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে দ্বিমতে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। ওই সংস্থার যুক্তি, রেল মন্ত্রকের অনুমোদন পেয়ে ইতিমধ্যেই নিউ গ়ড়িয়া-বিমানবন্দর প্রকল্পের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। এই অবস্থায় ফের ইস্ট-ওয়েস্ট আবেদন জানালে হলদিরামের পর থেকে কোন প্রকল্প বিমানবন্দর পর্যন্ত যাবে, তা নিয়ে সংশয় দেখা দেবে। তাই আরভিএনএল চায়, হলদিরাম পর্যন্ত এসে থেমে যাক ইস্ট-ওয়েস্ট মেট্রো। যাত্রীরা চাইলে সেখান থেকে মেট্রো বদল করে বিমানবন্দর যেতে পারবেন।
আরও পড়ুন: ইস্ট-ওয়েস্ট পৌঁছে যাবে সাঁতরাগাছি
নবান্নের এক শীর্ষকর্তার কথায়, ‘‘আমরা এই বিতর্কে পড়তে চাই না। আমাদের উদ্দেশ্য দ্রুত মেট্রো প্রকল্পের কাজ শেষ করা। সে কারণেই আমরা এ ব্যাপারে রেল বোর্ডকে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে অনুরোধ করেছি।’’ অন্য দিকে কাজ কিছুটা এগিয়ে রাখতে ঠিক হয়েছে, আপাতত সল্টলেক থেকে হলদিরাম পর্যন্ত মেট্রোর লাইন পাততে হলে প্রকল্পের চেহারা কেমন হবে, তা নিয়ে রাইট্স একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করবে। যাতে রেল বোর্ডের সিদ্ধান্ত জানার পরে প্রকল্পের কাজ নিয়ে অযথা বিলম্ব না হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy