ক্লাবের ভিতরে ঢুকে ভাঙচুর এবং ক্লাবের নতুন কমিটি তৈরির জন্য বৈঠককে ঘিরে রবিবার রাতে প্রায় রণক্ষেত্রের চেহারা নিল দমদমের পাঁচ নম্বর ওয়ার্ডের বোসপাড়া। ওই ক্লাবে ঢুকে ভাঙচুর এবং তা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল নেতা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন ওই নেতা।
ক্লাব কর্তৃপক্ষের একাংশের অভিযোগ, ঘটনার সূত্রপাত ক্লাবের দেওয়ালে এবং পাড়ায় কয়েকটি জায়গায় লাগানো একটি কাগজকে কেন্দ্র করে। দমদম টাউন তৃণমূল কংগ্রেসের প্যা়ডে লেখা সেই কাগজে বোসপাড়ার ওই ক্লাবের বর্তমান কমিটি বদল করে নতুন কমিটি তৈরির আবেদন করা হয়।
সেই কাগজটিতে দমদম টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি জওহরলাল উপাধ্যায়ের নাম লেখা রয়েছে। কমিটি বদলের জন্য রবিবার একটি বৈঠকও ডাকা হয়েছিল। সেই বৈঠকের আগে রবিবার সকালে একদল লোক ক্লাবের তালা ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। এর পরে দমদম থানায় অভিযোগ দায়ের করা হয় বলে ক্লাব সদস্যদের একাংশের দাবি।
রাতের দিকে জওহরলালবাবু ক্লাবে গিয়ে বৈঠক শুরু করার পরে প্রতিবাদ করেন স্থানীয়েরা। এই নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের কয়েক জনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
অভিযোগ খারিজ করে দিয়ে জওহরলালবাবু বলেন, ‘‘ওই ক্লাবে কোনও উন্নয়নমূলক কাজ হয় না। উপরন্তু কয়েক জন ক্লাব সদস্যের বিরুদ্ধে বাসিন্দাদের একাংশ সমাজবিরোধী কাজকর্মের অভিযোগ জানিয়েছেন। ক্লাবের ঘরটিরও অবস্থা ভাল নয়। তাই ওই ক্লাবের লোকজনকে বলেছি, নতুন করে একটি কমিটি তৈরি করতে। তাই বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু আগে থেকে প্রচুর লোক এনে বৈঠক ভণ্ডুল করা ও আমাকে হেনস্থার চেষ্টা করা হয়।’’
পাশাপাশি তিনি জানান, ওই ক্লাবের বৈঠকের বিষয়টি দলীয় কর্মীরা সকলে যাতে জানতে পারেন, তার জন্য দলীয় কার্যালয়ে ওই কাগজটি লাগানো হয়েছিল। অন্য কোথাও নয়।
যদিও ক্লাব সদস্যদের মধ্যেই একটি অংশের দাবি, ক্লাব দখল করার জন্য একাধিক বর্তমান সদস্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy