Advertisement
০৫ নভেম্বর ২০২৪

দুই দলের কার্যালয়ে ভাঙচুর

এ বার খোদ শাসক দলের ওয়ার্ড অফিসেই ভাঙচুরের অভিযোগ উঠল। তৃণমূলের অভিযোগ, বুধবার রাতে পানিহাটির ১০ নম্বর ওয়ার্ডে তাঁদের অফিসে ভাঙচুর চালান ও নথি লুঠ করেন সিপিএম-কংগ্রেস জোটের সমর্থকেরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জুন ২০১৬ ০১:০০
Share: Save:

এ বার খোদ শাসক দলের ওয়ার্ড অফিসেই ভাঙচুরের অভিযোগ উঠল। তৃণমূলের অভিযোগ, বুধবার রাতে পানিহাটির ১০ নম্বর ওয়ার্ডে তাঁদের অফিসে ভাঙচুর চালান ও নথি লুঠ করেন সিপিএম-কংগ্রেস জোটের সমর্থকেরা। যদিও সিপিএম ও কংগ্রেসের পাল্টা অভিযোগ, এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। স্থানীয় বিধায়ক তৃণমূলের নির্মল ঘোষ বলেন, ‘‘হেরে গিয়ে হামলা করছে জোটের দুষ্কৃতীরা।’’ এ বারের জোট প্রার্থী, কংগ্রেসের সন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাতে তৃণমূল সমর্থকেরাই হামলা করছে। মার খাচ্ছেন সাধারণ মানুষ।’’ এ দিনই সিটুর কার্যালয় দখলের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায় গার্ডেনরিচে। অভিযোগ, বুধবার রাতে শাসক দলের কিছু সমর্থক হরিমোহন ঘোষ রোডে সিটুর কার্যালয়ে ঢুকে তা বন্ধ করে দেয়। সিপিএমের তরফে পুলিশে অভিযোগ করা হয়। পুলিশ জানায়, প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে অ্যাসবেস্টস মোড় অবরোধ করেন সিপিএম সমর্থকেরা। তখন শাসক দলের একটি পাল্টা মিছিল সেখানে পৌঁছলে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

অন্য বিষয়গুলি:

TMC CPM Vandalize congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE