অভিযোগকারিণী মহিলা। নিজস্ব চিত্র।
পার্ক স্ট্রিটে মহিলাকে চড় মারার ঘটনায় অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে শুক্রবার মারধরের মামলা রুজু করল পার্ক স্ট্রিট থানার পুলিশ।
একই সঙ্গে ওই পুলিশকর্মী অভিযোগকারী মহিলার বিরুদ্ধে তাঁকে নিগ্রহ করা হয়েছে দাবি করে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশ শুক্রবার রাত পর্যন্ত ওই ঘটনায় কোন মামলা রুজু করেনি।
লালবাজার সূত্রের খবর, এক উচ্চপদস্থ পুলিশকর্তা নিজে ওই গোটা বিষয়টি দেখছেন। আজ, শনিবার আদালতে পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজুর ব্যাপারে আবেদন করতে পারে পুলিশ। অভিযুক্ত পুলিশকর্মী কলকাতা ট্র্যাফিক পুলিশের সাউথ গার্ডের এএসআই।
পুলিশ সূত্রের খবর, বুধবার রাতে পার্ক স্ট্রিটে একটি অ্যাপ ক্যাব বুক করেছিলেন ওই অভিযোগকারী। অভিযোগ,পুলিশ সেই ক্যাবটিকে সেখানে দাঁড়াতে দেয়নি। গাড়ি দাঁড়াতে না দেওয়ায় কর্তব্যরত এক পুলিশকর্মীর জ্যাকেট ধরে টানেন ওই মহিলা। অভিযোগ, আচমকাই ওই পুলিশকর্মী রাস্তায় মধ্যে চ়ড় মারেন ওই মহিলাকে। রাতেই মহিলা পার্ক স্ট্রিট থানা লিখিত অভিযোগ দায়ের করেন।
লালবাজার জানিয়েছে, শুক্রবার দুপুরে অভিযোগকারী মহিলাকে থানায় ডেকে তাঁর বয়ানও নথিভুক্ত করা হয়েছে। বয়ানের ভিডিও রেকডিং করা হয়। প্রায় আড়াই ঘন্টা মহিলা পার্ক স্ট্রিট থানায় ছিলেন। ওই মহিলার দুই সহকর্মীকেও এদিন থানায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বুধবার রাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রের খবর, পার্ক স্ট্রিট এলাকায় সিসিটিভি ফুটেজে ওই রাতের ঘটনা পরিষ্কার বোঝা যাচ্ছে না।তাই প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে পুলিশ।
এক পুলিশ কর্তা জানিয়েছেন, পার্ক স্ট্রিটের ওই ঘটনাটি তদারকি করছেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ)। দু’ পক্ষের তরফে অভিযোগ দায়ের হওয়ার পরে ঘটনার তদন্ত করার জন্য একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy