Advertisement
৩০ অক্টোবর ২০২৪

লিফটের ছাদে তরুণীর দেহ

তিন ও চারতলার মাঝে আটকে রয়েছে লিফট। অগত্যা আবাসনের চার তলায় উঠে সমস্যা বোঝার চেষ্টা করছিলে‌ন বাসিন্দারা। দেখা গেল, লিফটের ছাদে পড়ে এক তরুণীর দেহ। বুধবার সন্ধ্যায় বরাহনগরের বিবেকানন্দ পল্লির একটি চারতলা আবাসনের ঘটনা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৭ ০১:০৯
Share: Save:

তিন ও চারতলার মাঝে আটকে রয়েছে লিফট। অগত্যা আবাসনের চার তলায় উঠে সমস্যা বোঝার চেষ্টা করছিলে‌ন বাসিন্দারা। দেখা গেল, লিফটের ছাদে পড়ে এক তরুণীর দেহ। বুধবার সন্ধ্যায় বরাহনগরের বিবেকানন্দ পল্লির একটি চারতলা আবাসনের ঘটনা। তবে বৃহস্পতিবার পর্যন্ত ওই তরুণীর কোনও পরিচয় জানা যায়নি।

ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (জোন ২) ধ্রুবজ্যোতি দে বলেন, ‘‘একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন সন্ধ্যা ৭টা নাগাদ তিন তলার এক বাসিন্দা দেখেন লিফটি চার তলা থেকে অর্ধেক নেমে আটকে রয়েছে। লিফটের ছাদে তরুণীর দেহ মেলার পর স্থানীয় কাউন্সিলর অঞ্জন পাল খবরটি শুনে বরাহনগর থানায় জানান। পরে পুলিশ লিফট মেরামতির কর্মীদের নিয়ে এসে ওই তরুণীর দেহ উদ্ধার করে বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তদন্তকারীরা জেনেছেন, ওই দিন সকাল থেকেই তরুণীটিকে এলাকায় ঘুরতে দেখা গিয়েছিল। দুপুরে ওই আবাসনের সামনে বসে থাকতে দেখে কয়েক জন পরিচয় জানতে চাইলেও তিনি কোনও উত্তর দেননি।

আবাসনের প্রোমোটার অসীম সরকার বলেন, ‘‘আবাসনে গেট রয়েছে। এমনকী ছাদের দরজা ও লিফটের ঘরেও দরজা রয়েছে। কী করে বাইরের এক জন ছাদে উঠলেন বুঝতে পারছি না।’’

তদন্তকারীদের অনুমান, কোনও ভাবে ওই তরুণী ছাদে পৌঁছে লিফটের ঘরে ঢুকে সেখান থেকেই লিফটের ছাদে পড়ে যান। এর পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

অন্য বিষয়গুলি:

Body found elevator roof Dead Body elevator
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE