কলকাতার ভেন্ডিং কমিটির বৈঠকে তাদের না ডাকার জন্য কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং কলকাতা পুরসভার কমিশনারকে আইনি চিঠি পাঠাল ফরওয়ার্ড ব্লকের বেঙ্গল হকার্স অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, গত ২৭ সেপ্টেম্বর কলকাতা পুরসভা ‘টাউন ভেন্ডিং কমিটি’র বৈঠক করেছে। কিন্তু সেখানে তাদের কোনও প্রতিনিধিকে ডাকা হয়নি। অথচ, ওই বৈঠকের চার দিন আগে কলকাতা পুরসভার কমিশনারকে চিঠি দিয়ে সেখানে ডাক পাওয়ার আর্জি জানিয়ে রেখেছিল তারা। বেঙ্গল হকার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশনি সাহা বলেন, ‘‘রাজ্য জুড়ে আমাদের কয়েক হাজার সদস্য আছেন। তা সত্ত্বেও অন্যায় ভাবে আমাদের ওই বৈঠকে ডাকা হয়নি। তাই মেয়র এবং পুর কমিশনারকে আইনি চিঠি দেওয়া হয়েছে।’’
বেঙ্গল হকার্স অ্যাসোসিয়েশনের আরও অভিযোগ, ২০১৪ সালের জাতীয় হকার আইনে বলা আছে, প্রতিটি পুরসভাকে টাউন ভেন্ডিং কমিটি করতে হবে। যার নেতৃত্বে থাকবেন কোনও অবসরপ্রাপ্ত বিচারপতি। সব রাজ্যেই এটা মেনে চলার কথা। কিন্তু কলকাতা পুরসভা তা মানেনি। তারা শুধু মেয়র এবং পুর কমিশনারের নেতৃত্বেই ‘টাউন ভেন্ডিং কমিটি’ গঠন করেছে। কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার অবশ্য বলেন, ‘‘ওঁরা আইনি চিঠি যখন দিয়েছেন, তখন আইন আইনের পথেই চলবে। আপাতত আর কিছু বলার নেই।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy