নিজেদের আবাসনের পাঁচিল ভাঙা নিয়ে স্থানীয় মানুষজনের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়লেন আবাসনের বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে যাদবপুর থানা এলাকার প্রিন্স আনোয়ার শাহ রোডে সাউথ সিটি আবাসনের ঘটনা। এই ঘটনায় আহত হন তিন জন।
স্থানীয় সূত্রে খবর, বুধবার বিকেলে প্রিন্স আনোয়ার শাহ রোডের ওই পাঁচিলের পাশে পাড়ার লোকজন খুটখাট শব্দ শুনতে পান। তখন তাঁরা পাঁচিলে উঠে দেখেন, কয়েকজন শ্রমিক পাঁচিলের পাশে কিছু কাজ করছে। স্থানীয় বাসিন্দা শুভাশিস সমাদ্দারের কথায়, ‘‘পাঁচিল লাগোয়া কালী মন্দিরটির যাতে ক্ষতি না হয়, তা নিয়ে তখনই ওদেরকে সতর্ক করে দিই আমরা।’’ অভিযোগ, বৃহস্পতিবার সকালে ওই এলাকার কয়েকজন প্রাতঃভ্রমণকারী দেখেন, পাঁচিলের উল্টোদিকে প্রচণ্ড রকম আওয়াজ হচ্ছে। তাঁরা ফের পাঁচিলে উঠে উঁকি মেরে দেখেন, ওই পাঁচিলটি ভেঙে গেট লাগানোর তোড়জোড় চলছে। এরপরই তাঁরা এই ঘটনার প্রতিবাদ করেন। অভিযোগ, এরপরেই এই নিয়ে বচসা বেধে যায়। এলাকার লোকের অভিযোগ, এর মধ্যে আচমকাই ওই আবাসনের লোকজন অশ্লীল গালাগালি দিতে দিতে শুরু করে ইঁট ছোঁড়াছুঁড়ি। স্থানীয় এক প্রৌঢ় আহত হন। অন্যদিকে, আবাসনের দু’জনও এই ঘটনায় আহত হন বলে দাবি করেছেন আবাসনের বাসিন্দারা।
যাদবপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আবাসনের তরফে আব্দুল মজিদ বলেন, ‘‘কাউন্সিলরকে জানিয়েই কাজ শুরু করা হয়েছিল। সকালে না জেনে স্থানীয় মানুষেরা এসে ঝামেলা করেন।’’ পুলিশ জানিয়েছে পাড়ার লোকেরা আবাসনের বাসিন্দাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy