Advertisement
০২ নভেম্বর ২০২৪

দোতলার বারান্দা-সহ নীচে পড়ে গেলেন বৃদ্ধ

শহরের বুকে বাড়িটি পার করে দিয়েছিল বেশ অনেকটা সময়। জরাজীর্ণ অবস্থায় কোনও মতে টিঁকে ছিল সে। অন্যান্য দিনের মতো বুধবার সকালেও নিমতলা ঘাট এলাকার সেই বাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে ছিলেন এক বৃদ্ধ। হঠাৎই বাড়িটি ভেঙে পড়ায় দোতলার সেই বারান্দা-সহ নীচে পড়ে গেলেন তিনি।

ভেঙে পড়া সেই বাড়ির অংশ।

ভেঙে পড়া সেই বাড়ির অংশ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জুলাই ২০১৫ ১২:৪৮
Share: Save:

শহরের বুকে বাড়িটি পার করে দিয়েছিল বেশ অনেকটা সময়। জরাজীর্ণ অবস্থায় কোনও মতে টিঁকে ছিল সে। অন্যান্য দিনের মতো বুধবার সকালেও নিমতলা ঘাট এলাকার সেই বাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে ছিলেন এক বৃদ্ধ। হঠাৎই বাড়িটি ভেঙে পড়ায় দোতলার সেই বারান্দা-সহ নীচে পড়ে গেলেন তিনি।

পড়ে আছে ধ্বংসাবশেষ।

পুলিশ সূত্রে খবর, ২বি, বি কে পাল অ্যাভিনিউ, নিমতলা ঘাট স্ট্রিটের সেই বাড়ির আহত বৃদ্ধের নাম লক্ষ্মীপ্রসাদ চৌধুরি। ৯০ বছর বয়স হয়েছে তাঁর। বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে তিনি যখন দোতলার বারান্দায় দাঁড়িয়ে ছিলেন, তখনই ভেঙে পড়ে বাড়িটি। দোতলা থেকে বারান্দা-সহ বৃদ্ধ লক্ষ্মীপ্রসাদও নীচে পড়ে যান। দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হন তিনি। তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

ছবি: দেবস্মিতা ভট্টাচার্য।

অন্য বিষয়গুলি:

balcony accident nimtala hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE