প্রতীকী ছবি।
ব্যবধান ঘণ্টা খানেকের। হুগলির মগরায় সাপের ছোবলে পর পর মৃত্যু হল কাকা এবং ভাইপোর। বুধবার রাতে এই ঘটনা জেরে আতঙ্ক ছড়ায় মগরা-২ গ্রাম পঞ্চায়েতের নতুনগ্রাম এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, নতুনগ্রাম এলাকায় রেললাইনের ধারে ঝুপড়িতে বসবাস করে কয়েকটি পরিবার। বুধবার রাত দেড়টা নাগাদ সেখানে প্রথমে বছর পাঁচেকের রবি যাদবকে সাপে কামড়ায়। ঘণ্টা খানেক পরে কিছুটা দূরে তার কাকা সুখচাঁদ যাদবকেও(২৬)। প্রথমে কেউ বুঝে উঠতেই পারেনি তাঁদের ঠিক কী হয়েছে!
শরীরে জ্বালা-যন্ত্রণা শুরু হওয়ায় প্রথমে মগকা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কাকা-ভাইপোকে। সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে কিছু ক্ষণের মধ্যে মৃত্যু হয় দু’জনের। হাসপাতালের তরফে জানানো হয়, বিষধর সাপের ছোবলে দু’জনের মৃত্যু হয়েছে। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে নতুনগ্রাম এলাকায়।
মগরা-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঘুনাথ ভৌমিক বৃহস্পতিবার বলেন,‘‘আজ সকালে জানতে পারি দু’জনের মৃত্যু হয়েছে সাপের কামড়ে। পরিবারের লোকেরা পঞ্চায়েতে এসেছিলেন মৃত্যুর শংসাপত্র নিতে। রেললাইনের ধারে ঝুপড়িতে বসবাস করে বেশ কিছু পরিবার। ওঁদের সব ঘরে বিদ্যুৎ নেই। তাই রাতে সাপে কামড়েছে সেটা বুঝতেই পারেননি। যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন অনেক দেরি হয়ে গিয়েছিল।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy