মহাকাশ থেকে ফিরছিলেন বাগ্দত্তা প্রেমিকা। প্রেমিকার ফেরার যেন তর সইছিল না প্রেমিকের। সেই প্রেমিক অবশ্য সাধারণ কেউ নন, অ্যামাজ়নের প্রতিষ্ঠাতা স্বয়ং জেফ বেজ়োস। ১১ মিনিটের মহাকাশ সফর সেরে পৃথিবীতে ফিরছিলেন বেজ়োসের প্রেমিকা লরেন সাঞ্চেজ়। সঙ্গে ছিলেন বিখ্যাত পপ তারকা কেটি পেরি, সাংবাদিক গেইল কিং এবং অন্য অংশগ্রহণকারীরাও। ব্লু অরিজিন নামের মহাকাশযানটি পৃথিবীর মাটি ছুঁতেই ছুটে গেলেন অ্যামাজ়ন কর্তা। আর তাতেই ঘটল বিপত্তি।
আরও পড়ুন:
হুড়োহুড়ি করে ক্যাপসুলটির দিকে এগিয়ে যেতে গিয়ে একটি গর্তের উপস্থিতি খেয়াল করেননি বেজ়োস। ছুটে যেতেই টাল সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে যান তিনি। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, টেক্সাসে ফিরে আসার পর পরই উত্তেজিত বেজ়োস ক্যাপসুলটি ঘুরে দেখার চেষ্টা করছেন। ৬১ বছর বয়সি ধনকুবের মাটিতে একটি ছোট গর্ত লক্ষ করতে ব্যর্থ হন। ফলে তারকাখচিত মহাকাশযানের লাইভ স্ট্রিম চলাকালীনই তাঁকে পড়ে যেতে দেখা গিয়েছে।
পড়ে গিয়েও পরিস্থিতি দ্রুত সামলে নেন তিনি। তাড়াতাড়ি মাটি থেকে উঠে দাঁড়িয়ে ক্যাপসুলের দরজার দিকে এগিয়ে যেতে দেখা গিয়েছে তাঁকে। তিনি নিজেই ক্যাপসুলের দরজাটি খুলে দিতে সাঞ্চেজ় এবং তাঁর সহযাত্রীরা বেরিয়ে আসতে পারেন। ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা তাঁর বাগ্দত্তাকে স্বাগত জানাতে দু’হাত বাড়িয়ে দাঁড়িয়েছিলেন। প্রেমিকা বেরিয়ে এসেই দ্রুত তাঁকে জড়িয়ে ধরেন। ‘ম্যাট ওয়ালেস’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট হতেই তা নজর কেড়েছে। ইতিমধ্যেই তিন লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে পোস্টে। নেটাগরিকেরা মজা করে লিখেছেন যে, বৃদ্ধ ধনকুবের তাঁর বাগ্দত্তাকে দেখার জন্য খুব উত্তেজিত ছিলেন।