Advertisement
৩০ অক্টোবর ২০২৪

রাজ্য স্বাস্থ্য কমিশনের নিয়মবিধি চাইল কোর্ট

রাজ্য সরকার নতুন স্বাস্থ্য কমিশনে সদস্য নিয়োগের মাপকাঠি বা যোগ্যতার বিষয়ে কিছু জানায়নি বলে অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের একটি মামলা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ০৩:২৬
Share: Save:

রাজ্য সরকার নতুন স্বাস্থ্য কমিশনে সদস্য নিয়োগের মাপকাঠি বা যোগ্যতার বিষয়ে কিছু জানায়নি বলে অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের একটি মামলা হয়েছে। হাইকোর্ট শুক্রবার সেই মামলায় সরকারকে নির্দেশ দিয়েছে, স্বাস্থ্য কমিশনে সদস্য নিয়োগের নিয়মবিধি তৈরি করা হয়েছে কি না, ২৮ এপ্রিল তা জানাতে হবে।

হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এ দিন মামলাটির শুনানি ছিল। সেই বেঞ্চই বিধির বিষয়টি জানানোর নির্দেশ দিয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্তকে।

আবেদনকারীর কৌঁসুলি শ্রীকান্ত দত্ত জানান, কারা স্বাস্থ্য কমিশনের সদস্য হতে পারেন, বিজ্ঞপ্তিতে সরকার তা জানিয়েছে। বলা হয়েছে, বিচারপতি, বিশেষজ্ঞ চিকিৎসক, সমাজকর্মী, হাসপাতাল পরিচালনায় যুক্ত ব্যক্তিদের কমিশনের সদস্য করা হবে। কিন্তু সদস্য নিয়োগের মাপকাঠি বা যোগ্যতা জানায়নি সরকার। কোনও অভিযুক্তকে নিয়োগ করা যাবে কি না, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে কোনও সদস্যকে সরানো যাবে কি না, সেই বিষয়েও কিছু বলা হয়নি।

ডিভিশন বেঞ্চ এই বিষয়ে রাজ্যের বক্তব্য জানতে চায়। এজি জানান, তিনি সংশ্লিষ্ট দফতরে খোঁজখবর নিয়ে জানাবেন। বিচারপতি মাত্রে নির্দেশ দেন, সরকার বিধি তৈরি করেছে কি না, করে থাকলে সেটা কী, তা আদালতে জানাতে হবে।

অন্য বিষয়গুলি:

High Court State Government State Health Commission
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE