প্রথমে হাইকোর্টের প্রশ্ন ছিল, রাজ্যের স্বাস্থ্য কমিশনে সদস্য নিয়োগের মাপকাঠি কী। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে শুক্রবার প্রশ্ন তুললেন, ওই কমিশনের নিয়মবিধি তৈরি করতে দেরি হচ্ছে কেন? বিধি তৈরিতে বেশি দিন সময় লাগলে স্বাস্থ্য কমিশন গড়ার উদ্দেশ্য পূরণ হবে কি না, সেই প্রশ্নও তুলেছেন বিচারপতি মাত্রে।
স্বাস্থ্য কমিশনে সদস্য নিয়োগ ও অপসারণের পদ্ধতি নিয়ে জনস্বার্থে মামলা হয়েছে। ২১ এপ্রিল কোর্টের একটি প্রশ্নের জবাবে অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত জানান, সদস্য নিয়োগ বা অপসারণের বিধিনিয়ম এখনও তৈরি হয়নি। বিচারপতি নির্দেশ দেন, কবে বিধি তৈরি হবে, খোঁজখবর নিয়ে সেটা আদালতে জানাতে হবে। এজি এ দিন জানান, বিধি সংক্রান্ত বিষয়টি রাজ্যের অর্থ ও আইন দফতরে পাঠানো হয়েছে। বিধি তৈরিতে দু’তিন মাস সময় লাগতে পারে। তা শুনে বিস্ময় প্রকাশ করে বিচারপতি মাত্রে বলেন, ‘‘দু’তিন মাস লাগবে কেন?’’ এজি জানান, কত সময় লাগবে, সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে আলোচনা করে তা জানানো হবে। বিচারপতি মাত্রে নির্দেশ দেন, পরবর্তী শুনানি হবে শুক্রবার। সে-দিনই এজি-কে সময়ের বিষয়টি জানাতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy