Advertisement
১০ নভেম্বর ২০২৪
COVID-19

Coronavirus in West Bengal: তিন মাসের মাথায় ফের ১০০ ছাড়াল রাজ্যের কোভিড সংক্রমণ, শীর্ষে কলকাতা, উঃ ২৪ পরগনা

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, লাগাতার আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দৈনিক সংক্রমণের হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় তা দাঁড়িয়েছে ১.৩৯ শতাংশে।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০২২ ২০:৫৩
Share: Save:

চলতি বছরে মার্চের পর আবারও ১০০-র গণ্ডি ছাড়াল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যায় উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনার পরিসংখ্যানও। সংক্রমণের দৈনিক হারও ঊর্ধ্বমুখী হয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় কোনও কোভিড রোগীর মৃত্যু হয়নি।

শুক্রবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৭ জন। বস্তুত, গত কয়েক দিন ধরেই দৈনিক আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী। ৫ জুন থেকে ৭ জুন, প্রতি দিনই তা ৫০-এর বেশি হয়েছিল। বুধ এবং বৃহস্পতিবার তা বেড়ে হয় যথাক্রমে ৮৫ ও ৯৫। তবে গত ২৪ ঘণ্টায় তা ১০০ ছাড়িয়ে যায়। প্রসঙ্গত, চলতি বছরের ৪ মার্চের বুলেটিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১২৫।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে কলকাতার বাসিন্দা ৪২। অন্য দিকে, কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা জেলায় নতুন করে সংক্রমিত ৩৫ জন। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০,২০,০৩৪। যদিও এই মুহূর্তে ৫৭৫ জন সক্রিয় রোগী রয়েছেন। তাঁদের মধ্যে গৃহ নিভৃতবাসে রয়েছেন ৫৫৩ জন। বাকি ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, লাগাতার আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দৈনিক সংক্রমণের হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় তা দাঁড়িয়েছে ১.৩৯ শতাংশে। ওই সময়ের মধ্যে কোনও আক্রান্তের মৃত্যু না হলে এখনও পর্যন্ত ২১,২০৫ জন মারা গিয়েছেন। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ৩৫,৬৬২ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE