Advertisement
১৩ নভেম্বর ২০২৪
Puri Jagannath Temple

পুরীতে মন্দির দর্শনে গিয়ে গোলমাল, পুলিশকর্মীকে মারধরের অভিযোগ উঠল বাঙালি পর্যটকদের বিরুদ্ধে

হামলার অভিযোগ অস্বীকার করেছেন বাঙালি পর্যটকেরা। তাঁদের পাল্টা দাবি, ঘণ্টিদ্বারের কাছে এত ভিড় ছিল যে তাঁরা আটকে পড়েছিলেন। সেই সময় ওই পুলিশকর্মী তাঁদের সঙ্গে অভব্য আচরণ করেন।

পুরীর জগন্নাথ মন্দির।

পুরীর জগন্নাথ মন্দির। —প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১০:৪০
Share: Save:

পুরীতে জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ল একদল বাঙালি পর্যটক। তাদের বিরুদ্ধে এক পুলিশকর্মীকে মারধরের অভিযোগও উঠেছে। পাল্টা ওই পুলিশকর্মীর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলেছেন তাঁরা। অভিযোগ এবং পাল্টা অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার সূত্রপাত শনিবার। পুলিশ সূত্রে খবর, ওই দিন বিকেলে মন্দির দর্শনে গিয়েছিল বাঙালি পর্যটকের দলটি। সেই সময় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা গুপ্তেশ্বর রুত্রে নামে এক পুলিশকর্মীর সঙ্গে বাদানুবাদ হয় তাঁদের। সেই বাদানুবাদ শেষমেশ হাতাহাতিতে পৌঁছয়। আর দু’পক্ষের ধস্তাধস্তিতে পুলিশকর্মী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর। এই ঘটনার পর দু’পক্ষই আলাদা আলাদা ভাবে সিংহদ্বার থানায় এফআইআর দায়ের করেছেন।

জগন্নাথ মন্দির পুলিশের তরফে দাবি করা হয়েছে, ওই পুলিশকর্মী ঘণ্টিদ্বারে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। পুণ্যার্থীরা যাতে ঠিক মতো মন্দিরে প্রবেশ করতে পারেন, তা দেখাশোনারও দায়িত্ব ছিল তাঁর। অভিযোগ, সকাল ৯টা নাগাদ বাঙালি পর্যটকদের পাঁচ জনের একটি দল মন্দিরের বেরোনোর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন। ওই পুলিশকর্মী তখন তাঁদের বাধা দেন। অভিযোগ, তাঁর কথা অমান্য করে প্রবেশ করার চেষ্টা করতেই দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তার পরই ওই পুলিশকর্মীর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

তবে, হামলার অভিযোগ অস্বীকার করেছেন বাঙালি পর্যটকেরা। তাঁদের পাল্টা দাবি, ঘণ্টিদ্বারের কাছে এত ভিড় ছিল যে তাঁরা আটকে পড়েছিলেন। সেই সময় দায়িত্বে থাকা ওই পুলিশকর্মী তাঁদের সঙ্গে অভব্য আচরণ করেন। তার পরই ঝামেলার সূত্রপাত। দু’পক্ষকেই থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, আসল ঘটনা কী তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

অন্য বিষয়গুলি:

Puri Jagannath temple Bengali Tourist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE