Advertisement
২২ জানুয়ারি ২০২৫
News Of The Day

বিজেপি নেতার মৃত্যুরহস্য, রেললাইনে ছাত্রীর মৃত্যু কী ভাবে? পাকিস্তান বিস্ফোরণ তদন্ত... আর কী

সোমবার রাত থেকে পৃথ্বীরাজ নস্করের খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছে পরিবার। পুলিশ শুক্রবার দলীয় কার্যালয়ের ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ০৭:২৭
Share: Save:

চার দিন নিখোঁজ থাকার পর বিজেপির দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছে বিজেপি নেতা পৃথ্বীরাজ নস্করের রক্তাক্ত দেহ। তিনি মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের মিডিয়া কনভেনারের দায়িত্বে ছিলেন। গত সোমবার রাত থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছে পরিবার। পুলিশ শুক্রবার দলীয় কার্যালয়ের ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়।

উস্তিতে দলীয় কার্যালয়ে বিজেপি নেতার রক্তাক্ত দেহ, তদন্ত কোন পথে

তৃণমূলের বিরুদ্ধেই দলীয় নেতাকে খুনের অভিযোগ তুলেছিল বিজেপি। তদন্তে নেমে শনিবার সুজাতা পোদ্দার নামে এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীদের সূত্রে দাবি, পৃথ্বীরাজকে খুনের কথা কবুল করেছেন সুজাতা। তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই বিজেপি নেতার। ছ’বছর ধরে তাঁরা প্রেম করেছেন। সম্প্রতি পৃথ্বীরাজ একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই কারণে তাঁদের সম্পর্কের অবনতি হয়। তা নিয়ে কথা বলতেই বিজেপির পার্টি অফিসে পৃথ্বীরাজের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুজাতা। সেই সময় প্রেমিকাই ব্লেড দিয়ে তাঁর যৌনাঙ্গে আঘাত করেন। সুজাতাকে জেরা করে এমন তথ্যই মিলেছে বলে তদন্তকারীদের সূত্রে খবর। আজ এই ঘটনার তদন্তের দিকে নজর থাকবে।

রেলের লাইনে ছাত্রীর দেহ, কিনারা কি হবে কালনা-কাণ্ডের

মাকে ফোন করার কিছু ক্ষণের মধ্যে রেললাইন থেকে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধার হয় পূর্ব বর্ধমানের কালনায়। ছাত্রীর মায়ের দাবি, তাঁকে ফোন করে মেয়ে বলে, ‘‘ওরা আমায় বাঁচতে দেবে না!’’ আর তার কিছু ক্ষণের মধ্যেই রেললাইন থেকে ওই কিশোরীর দেহ উদ্ধার হয়। মৃত্যুর কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য। তাদের মেয়ে আত্মহত্যা করতেই পারে না। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃত ছাত্রীর পরিবারের। এই ঘটনার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, পড়া শেষ হয়ে যাওয়ার পর কেন কালনা স্টেশনের দিকে গিয়েছিল ওই ছাত্রী? কেন হঠাৎ মাকে ফোন করে বলল, ‘‘ওরা আমাকে বাঁচাতে দেবে না।’’ ‘ওরা’ বলতে কাদের কথা বলতে চেয়েছিল সে। আজ নজর থাকবে এই ঘটনার তদন্তে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

জগদ্ধাত্রী পুজোর নবমী, চন্দননগরে ভিড় কেমন

তিথি অনুযায়ী আজ জগদ্ধাত্রী পুজোর নবমী। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আজই পুজোর আয়োজন করা হয়েছে। তবে চন্দননগরে উৎসব শুরু হয়েছে ষষ্ঠী থেকেই। সপ্তমী, অষ্টমীতে উপচে পড়া ভিড় দেখেছে ফরাসডাঙা। বিভিন্ন মণ্ডপে নেমেছিল দর্শনার্থীদের ঢল। দূরদূরান্ত থেকে মানুষ এসেছেন চন্দননগরে পুজো দেখতে। আর চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানেই বড় প্রতিমা আর আলোর খেলা। আজ তা-ই দেখতেই ভিড় বাড়বে বলে আশাবাদী বারোয়ারিগুলি।

পাকিস্তান বিস্ফোরণের তদন্ত, হামলা কি আত্মঘাতী

শনিবার সকাল পৌনে ৯টা নাগাদ প্রাণঘাতী বিস্ফোরণ হয়েছে পাকিস্তানের কোয়েটা স্টেশনে। পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস প্ল্যাটফর্মে এসে দাঁড়াতেই জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে চার দিক। ওই বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৪ জন সেনা-সহ ২৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম ৬০ জনেরও বেশি যাত্রী। ঘটনায় শুরু হয়েছে তদন্ত। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এটি আত্মঘাতী বিস্ফোরণ। যাত্রীদের ভিড়েই লুকিয়েছিল হামলাকারী। তবে তদন্তকারীদের আরও অনুমান, যাত্রীরা নয়, বরং বোমা-হামলার মূল নিশানায় ছিল পাক সেনার ওই দল। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরে।

শীত আসতে আর কয়েক দিন, রাজ্যের আবহাওয়া

নভেম্বরের মাঝামাঝি থেকেই পশ্চিমবঙ্গে পারদ পতনের সম্ভাবনা। আগামী সপ্তাহে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তুরে হাওয়া ঢুকলে পারদ নামবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫ নভেম্বরের পর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি ঠান্ডা অনুভূত হতে পারে।

অন্য বিষয়গুলি:

News of the Day BJP Jagaddhatri Puja TMC Rail Accident Winter Pakistan Blast
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy