Advertisement
০৫ নভেম্বর ২০২৪

গ্রামে দুষ্কৃতী দৌরাত্ম্য, পুলিশি নিষ্ক্রিয়তায় ক্ষোভ

সমাজবিরোধীদের গ্রেফতার না করে, নিরীহদের ধরপাকড় করেছে পুলিশএমনই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন খাজুরডিহি গ্রামের বাসিন্দারা। বুধবার সকালে কাটোয়া-করুই রাস্তার তিন জায়গা আটকে বেশ কয়েক ঘণ্টা বিক্ষোভ দেখান তাঁরা। পরে কাটোয়া মহকুমার পুলিশের কর্তারা ঘটনাস্থলে গিয়ে সমাজবিরোধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের।—নিজস্ব চিত্র।

পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের।—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪৩
Share: Save:

সমাজবিরোধীদের গ্রেফতার না করে, নিরীহদের ধরপাকড় করেছে পুলিশএমনই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন খাজুরডিহি গ্রামের বাসিন্দারা। বুধবার সকালে কাটোয়া-করুই রাস্তার তিন জায়গা আটকে বেশ কয়েক ঘণ্টা বিক্ষোভ দেখান তাঁরা। পরে কাটোয়া মহকুমার পুলিশের কর্তারা ঘটনাস্থলে গিয়ে সমাজবিরোধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।

পুলিশের দাবি, রাতে গ্রামে বোমাবাজির পরে পুলিশের গাড়ি লক্ষ্য করেও ইঁট ছোড়েন গ্রামবাসীরা। পরে পুলিশের গাড়ি ভাঙচুর-সহ একাধিক অভিযোগে ৮ জনকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ। বুধবার অভিযুক্তদের আদালতে তোলা হলে কাটোয়ার এসিজেএম দু’দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাটোয়া শহর লাগোয়া খাজুরডিহি ও হরিপুর গ্রামে গত কয়েক মাস ধরে প্রতিদিন রাতে গড়ে ১২ থেকে ১৫টি বোমা পড়ছে। কয়েকদিন আগে একটি বিয়ে বাড়িতেও হামলা চালায় দুষ্কৃতীরা। সেই হামলায় কাটোয়া পুরসভার জলের ট্যাঙ্কও ক্ষতিগ্রস্ত হয়। দিনের পর দিন সমাজবিরোধীদের দৌরাত্ম্যে অতিষ্ঠ গ্রামবাসীদের অভিযোগ, সন্ধ্যা ৮টা বাজতে না বাজতেই খাজুরডিহির হাটতলার দোকানপাট বন্ধ করে দিতে হত। রাস্তায় চলাচলও কমে যেত সাধারণ মানুষদের। এমনকী বারবার খবর দেওয়ার পরেও পুলিশ কোনও উদ্যোগ করেনি বলে গ্রামবাসীদের দাবি।

এ অবস্থার মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় ফের বোমাবাজি শুরু হয়। বোমা পড়ে রাস্তাতেও। বোমাবাজি চলাকালীনই গ্রামবাসীরা সমাজবিরোধীদের ধরার জন্য রাস্তায় নেমে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা একাধিক গাড়িতে তীব্র গতিতে এলাকায় ঢোকে দুষ্কৃতী দল। জনতার মাঝে পড়তেই গাড়ি থেকেই শূন্যে গুলি ছুঁড়তে শুরু করে দুষ্কৃতীরা। ভয় পেয়ে এলাকার মানুষ সরে যেতেই গাড়িদুটি নিয়ে পালায় দুষ্কৃতীরা। পিছনে ধাওয়া করেন গ্রামবাসীরা। স্থানীয়দের অভিযোগ, পুলিশের গাড়ির পাশ দিয়েই দুষ্কৃতীদের গাড়িদুটি বেরিয়ে যায়। তারপরেও পুলিশ ওই দুষ্কৃতীদের ধরার ব্যাপারে কোনও ব্যবস্থা নেয়নি। যদিও পুলিশের দাবি, ওই বাসিন্দারা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করেন। তাতে পুলিশের গাড়ির কাঁচ ভেঙে যায়। তার জেরে এলাকা ছাড়তে বাধ্য হয় পুলিশ।

গ্রামবাসীদের অভিযোগ, সমাজবিরোধীদের গ্রেফতার করার ব্যাপারে পুলিশ ‘নিষ্ক্রিয়’ থাকলেও মঙ্গলবার গভীর রাতে গ্রামের ভিতর ঢুকে ‘অতি সক্রিয়’ হয়ে ওঠে। বাড়ি বাড়ি ঢুকে সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের গাড়ি ভাঙচুর করার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। সেই সময় এক ছাত্র জখমও হয়। আপাতত কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি আছেন তিনি। বুধবার সকালে ঘটনা জানাজানি হতেই গ্রামবাসীরা খাজুরডিহি গ্রামের কাটোয়া-করুই রাস্তার তিন জায়গায় পথ অবরোধ শুরু করেন। বেশ কয়েক ঘন্টা পরে এসডিপিও (কাটোয়া) ধ্রুব দাস, কাটোয়ার সিআই ও ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। তাঁদের ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, সমাজবিরোধীদের দৌরাত্ম্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার ও ধৃত গ্রামবাসীদের ছেড়ে দেওয়ার দাবি জানান তাঁরা। কাটোয়ার পুলিশের কর্তারা বিক্ষোভকারীদের জানান, গ্রামবাসীরা ওই সমাজবিরোধীদের গতিবিধির খবর না দিলে, পুলিশের পক্ষে কিছু করা অসম্ভব। এলাকাবাসীদের সাহায্যও চান তাঁরা। এরপরেই অবরোধ উঠে যায়।

অন্য বিষয়গুলি:

katwa violence inactiveness police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE