Advertisement
০৫ নভেম্বর ২০২৪

অসুস্থ শিশুর চিকিৎসায় পাশে এলাকার যুবকেরা

এ অবস্থায় ছোট্ট ঋতমের পাশে দাঁড়ালেন এলাকারই যুবকেরা। বুধবার বাক্স হাতে সাহায্যের আর্জি জানিয়ে এলাকায় ঘুরতে দেখা গেল তাঁদের। 

ঋতমের চিকিৎসায় অর্থ সাহায্য এলাকাবাসীর। নিজস্ব চিত্র

ঋতমের চিকিৎসায় অর্থ সাহায্য এলাকাবাসীর। নিজস্ব চিত্র

কেদারনাথ ভট্টাচার্য
কালনা শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৮ ০১:০৫
Share: Save:

টিনের বাড়িতে বিছানায় পড়ে দেড় বছরের শিশু। কিন্তু কোনও শব্দ করা বা খিদে পেলে কান্না, কিছুই করতে পারে না সে। কারণ, মস্তিষ্কের টিউমারে আক্রাম্ত কালনার হাটকালনার পঞ্চায়েতের উত্তর গোয়াড়ার বাসিন্দা ঋতম বাগ। চিকিৎসা চালানোর মতো বাড়ির আর্থিক পরিস্থিতিও নয়। এ অবস্থায় ছোট্ট ঋতমের পাশে দাঁড়ালেন এলাকারই যুবকেরা। বুধবার বাক্স হাতে সাহায্যের আর্জি জানিয়ে এলাকায় ঘুরতে দেখা গেল তাঁদের।

শিশুটির মা রিয়াদেবী জানান, মাস চারেক আগে সমস্যার সূত্রপাত। আচমকা দেখা যায় হাতের মুঠোয় চুল ধরে ক্রমাগত যন্ত্রণায় কাতরাচ্ছে ঋতম। প্রথমে কালনা মহকুমা হাসপাতালে, পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। তত দিনে চিকিৎসকেরা নানা পরীক্ষা করে বলে দিয়েছেন, ঋতম ব্রেন টিউমারে আক্রান্ত। কলকাতার বেসরকারি হাসপাতালে ১২ দিন ভর্তি থাকার পরে ঋতমের অস্ত্রোপচার হয়। তবে চিকিৎসকরা জানান, দরকার আরও একটি গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার। ঋতমের বাবা, পেশায় খেতমজুর মহাদেববাবু বলেন, ‘‘সরকারি হাসপাতালে এই মুহূর্তে ছেলের অস্ত্রোপচারের জন্য তারিখ মিলছে না। অথচ ছেলের অবস্থা রোজই খারাপ হচ্ছে। বেসরকারি কোনও প্রতিষ্ঠানে ছেলের চিকিৎসা করানোর মতো টাকা নেই।’’

পরিবারটির এই অবস্থা দেখে এগিয়ে আসেন এলাকার কয়েক জন যুবক। বুধবার থেকেই তাঁরা নেমে পড়েছেন পথে। বাক্সের গায়ে লেখা হয়েছে, ‘ঋতমের সুস্থতা আমাদের লক্ষ্য’। আর তার পরেই সেই বাক্স হাতে পাড়ার মোড়ে, জনবহুল জায়গায় তাঁরা টাকা সংগ্রহের কাজ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবকেরা এর আগেও এলাকার যুবক বাপন মালিকের পাশে দাঁড়ান। বাপন কিডনির অসুখে ভুগছিলেন। সবার উদ্যোগে বাপন সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এ দিন ঋতমকে বাঁচানোর লড়াইয়ে সামিল হতে দেখা যায় বাপনকেও। তাঁর কথায়, ‘‘আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন পাড়ার দাদারা। সাহায্য করেছিল মহকুমা প্রশাসন। পাড়ার ছোট্ট ঋতমকেও আমরা সুস্থ করে তুলব।’’— বাপনের মতো এই শপথ নিয়েছেন এলাকার যুবক অসিত চট্টোপাধ্যায়, মনোজিৎ মুখোপাধ্যায়, অভিজিৎ মুখোপাধ্যায়েরাও। আর এই শপথ দেখেই আশায় বুক বাঁধছে শিশুটির পরিবারও।

অন্য বিষয়গুলি:

Tumour Brain tumour
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE