Advertisement
০৬ নভেম্বর ২০২৪

কিশোরের অপমৃত্যু, বিক্ষোভ

স্কাউটিং-এর প্রশিক্ষণ নিতে গিয়ে ঝাড়খণ্ড ও চিত্তরঞ্জনের দুই কিশোরের অস্বাভাবিক মৃত্যু হল। মৃত্যুর খবর চাউর হতেই চিত্তরঞ্জনের বাসিন্দাদের একাংশ রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখান। পুলিশ জানিয়েছে, ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের চিত্তরঞ্জন শাখার ২০ জনের একটি দল ঝাড়খণ্ডের কোলাহি এলাকায় একটি প্রশিক্ষণ শিবিরে যায়।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ০১:২৯
Share: Save:

স্কাউটিং-এর প্রশিক্ষণ নিতে গিয়ে ঝাড়খণ্ড ও চিত্তরঞ্জনের দুই কিশোরের অস্বাভাবিক মৃত্যু হল। মৃত্যুর খবর চাউর হতেই চিত্তরঞ্জনের বাসিন্দাদের একাংশ রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখান। পুলিশ জানিয়েছে, ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের চিত্তরঞ্জন শাখার ২০ জনের একটি দল ঝাড়খণ্ডের কোলাহি এলাকায় একটি প্রশিক্ষণ শিবিরে যায়। তাদের মধ্যেই ছিল ঝাড়খণ্ডের মিতেশ রজক(১৪) ও চিত্তরঞ্জনের মনু যাদব (১৪)। একটি দিঘিতে স্নান করতে নেমে মিতেশ ও মনু তলিয়ে যায়। রবিবার তাদের চিত্তরঞ্জনের কস্তুরবা গাঁধী হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত বলে জানান। এর পরেই বাসিন্দাদের একাংশ দফায় দফায় রাস্তা অবরোধ করেন। পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি করতে থাকেন। এ দিন অবশ্য স্কাউটস দলের কোনও প্রশিক্ষকের দেখা মেলেনি। বিক্ষোভকারীরা চিত্তরঞ্জনের ৩ ও ১ নম্বর গেটেও অবরোধ করেন। পরে রেলরক্ষী বাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্য বিষয়গুলি:

Asansol Teenager manu Yadav Jharkhand
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE