নিজেদের আমেরিকার একটি সংস্থার কর্মী দাবি করে কম্পিউটারের ‘অ্যান্টি ভাইরাস’ বিক্রির নামে চলত বিশ্ব জুড়ে প্রতারণা! বুধবার সেই ভুয়ো কল সেন্টারে তল্লাশি চালিয়ে ছয় জনকে গ্রেফতার করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগ। পুলিশ সূত্রে খবর, এই চক্রের মাথা আমেরিকারই এক বা একাধিক প্রতারক।
আসানসোলে বসেই চলত বিশ্ব জুড়ে প্রতারণা। রীতিমতো কল সেন্টার খুলে বিভিন্ন দেশের নাগরিকদের ‘অ্যান্টি ভাইরাস’ বিক্রির নামে টাকা হাতিয়ে নিতেন প্রতারকরা। বিদেশি নাগরিকদের ফোন করা হত নাম ও পরিচয় ভাঁড়িয়ে। গ্রাহকদের বিশ্বাস অর্জনের জন্য প্রতারকেরা ব্যবহার করতেন বিদেশি নাম। বিশেষ সূত্রে খবর পেয়ে বুধবার ওই ভুয়ো কল সেন্টারে হানা দেয় পুলিশ। তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি এসএসডি এবং হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার করা হয় ছয় জনকে।
পুলিশ জানিয়েছে, আমেরিকার কোনও প্রতারণা সংস্থার সাব এজেন্ট হয়ে এই ধৃতেরা কাজ করতেন। আমেরিকার ওই ভুয়ো সংস্থা সে দেশের নাগরিকদের ‘জাঙ্ক মেল’ পাঠাত। তাতে ভয় দেখানো হত, যে কোনও মুহূর্তে কম্পিউটারের ‘সিস্টেম’ করাপ্ট করতে পারে। এর পরে ‘অ্যান্টি ভাইরাস’ কেনার জন্য দেওয়া হত যোগাযোগের নম্বর। বিদেশি নাগরিকরা ওই নম্বরে যোগাযোগ করলেই প্রতারকদের ‘খপ্পরে’ পড়তেন। জালিয়াতির কলগুলি করা হত আসানসোলের কল সেন্টার থেকে। এই চক্রে আর কারা কারা জড়িত, কত জনের সঙ্গে কত টাকা প্রতারণা করা হয়েছে, কী করে আমেরিকার ভুয়ো সংস্থার সঙ্গে যোগাযোগ হয়েছিল— সে সব জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।