কার্জন গেট চত্বরে পড়ুয়াদের বিক্ষোভ।—নিজস্ব চিত্র।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি, তাই বিজয়তোরণ চত্বরেই মার্কশিট পুড়িয়ে বিক্ষোভ দেখালেন একদল ছাত্রছাত্রী। তাঁদের মিছিল, অবরোধে সপ্তাহের শুরুর দিনেই নাকাল হলেন শহরবাসী।
সোমবার সকাল ১১টা নাগাদ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা প্রথমে স্টেশনে জড়ো হয়। সেখানে উপাচার্যের পদত্যাগ, নির্ভুল মার্কশিট প্রকাশের দাবি করেন তাঁরা। বিক্ষোভাকীদের দাবি, ভুলে ভরা মার্কশিটের সংখ্যা ৩৮ হাজার নয়, তা ৫০ হাজার ছাড়িয়েছে। এ দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু পড়ুয়াও এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন বলে জানা গিয়েছে। তাঁদেরই একজন, বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সৈকত সিংহ বলেন, ‘‘আমাদের মনে হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে মাকর্শিট নিয়ে অন্যায় করা হয়েছে। তাই আমরা ওই প্রতিবাদে সামিল হয়েছি।” তবে কার্জন গেট চত্বরের মিনিট পনেরোর এই অবরোধে বেশ ভোগান্তি হয়। বাস, গাড়ি আটকে পড়ে। থমকে যান বহু অফিসযাত্রীও। পরে ছাত্রেরা ফের স্টেশনে ফিরে যান।
হুগলির মহসিন কলেজের এক ছাত্র বলেন, ‘‘উপাচার্য আগের দিন বলেছিলেন সাত দিনের মধ্যেই নির্ভুল মাকর্শিট নিয়ে সিদ্ধান্ত জানানো হবে। রবিবারই সাত দিন পার হয়ে গিয়েছে। তাই এই সমাবেশ।’’ তাঁর আরও দাবি, ‘‘আমরা কোনও রাজনৈতিক ছাত্র সংগঠনের সদস্য নই। বর্ধমানে এসে জানতে পারি রাজবাটি চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তাই আইন ভাঙিনি। বিজয়তোরণে প্রকাশ্যে মাকর্শিটের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছি।’’ খানাকুল কলেজের আর এক ছাত্রের দাবি, ‘‘হয় প্রকাশিত মার্কশিট প্রত্যাহার করে নিতে হবে অথবা ভুল সংশোধন করতে হবে। দরকারে স্পট রিভিউ ব্যবস্থা চালু করতে হবে। তথ্য জানার আইনে স্বচ্ছ ভাবে আমাদের ফলাফল সম্পর্কে জানাতে হবে।”
এ দিন রাজবাটি ক্যাম্পাসে অবশ্য কোনও গোলমাল হয়নি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy