Advertisement
০৬ নভেম্বর ২০২৪

১৭ বুথে আজ ফের নির্বাচন

যে পূর্বস্থলী ২ ব্লকে বহিরাগতেরা অবাধে ভোট লুট করেছে বলে বিরোধীরা অভিযোগ করেছিলেন, আজ বুধবার সেখানের চারটি বুথে পুনর্নির্বাচন হতে পারে বলে প্রশাসন সূত্রের খবর। এই চারটি বুথের মধ্যে তিনটি রয়েছে কালেখাঁতলা ১ পঞ্চায়েতে।

অপেক্ষা: কড়া পাহারায় স্ট্রং রুম, মঙ্গলবার বর্ধমানের দেওয়ানদিঘির একটি স্কুলে। ছবি: উদিত সিংহ

অপেক্ষা: কড়া পাহারায় স্ট্রং রুম, মঙ্গলবার বর্ধমানের দেওয়ানদিঘির একটি স্কুলে। ছবি: উদিত সিংহ

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ মে ২০১৮ ০১:৫৯
Share: Save:

কাটোয়া মহকুমায় এ বার ভোট ছিল না। বর্ধমান উত্তর ও দক্ষিণের বহু আসনও ছিল বিরোধী-শূন্য। তবে কালনায় শাসক-বিরোধী প্রতিদ্বন্দ্বিতা ছিল সবচেয়ে বেশি। এবং সোমবার ভোটের দিন অশান্তি ও হিংসার বেশি অভিযোগও এসেছে ওই মহকুমা থেকে। ব্যালট বাক্স লুট থেকে ছাপ্পা—সবই হয়েছে ভোট চলাকালীন। যে পূর্বস্থলী ২ ব্লকে বহিরাগতেরা অবাধে ভোট লুট করেছে বলে বিরোধীরা অভিযোগ করেছিলেন, আজ বুধবার সেখানের চারটি বুথে পুনর্নির্বাচন হতে পারে বলে প্রশাসন সূত্রের খবর। এই চারটি বুথের মধ্যে তিনটি রয়েছে কালেখাঁতলা ১ পঞ্চায়েতে।

ওই চারটি-সহ পূর্ব বর্ধমানের ৬টি ব্লকের মোট ১৭টি বুথে পুনর্নির্বাচনের জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক অনুরাগ শ্রীবাস্তব। ওই ১৭টির মধ্যে একটি ছাড়া বাকি সব বুথ থেকেই গণ্ডগোলের অভিযোগ মিলেছিল সোমবার। সে কারণেই ওই প্রস্তাব পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। অতিরিক্ত জেলাশাসক প্রবীর চট্টোপাধ্যায় (পঞ্চায়েত নির্বাচন) মঙ্গলবার বলেন, “১৭টি বুথে পুনর্নির্বাচন হবে বলে কমিশন জানিয়েছে। যে-সব বুথ থেকে গণ্ডগোলের খবর এসেছিল, তার প্রতিটি ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়েরও হয়েছে।” জেলার পুলিশ সুপার কুণাল অগ্রবাল জানান, জেলা প্রশাসনের ৫টি অভিযোগের ভিত্তিতে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রের দাবি, মেমারি থানায় ২টি এবং ভাতার, গলসি ও পূর্বস্থলী থানায় একটি করে অভিযোগ দায়ের হয়েছে।

বিরোধীদের অভিযোগ, কালনা মহকুমার পাঁচ ব্লকের মধ্যে কমবেশি সর্বত্রই বুথ দখল, ছাপ্পা, বিরোধী এজেন্টদের বার করে দেওয়ার ঘটনা ঘটেছে। বুথ দখলে ব্যবহার করা হয়েছে বাইক বাহিনী। ভোট গ্রহণের ঘণ্টা দুয়েকের পর থেকে রাশি রাশি অভিযোগ জমা পড়তে থাকে প্রশাসনিক কর্তাদের কাছে। সোমবার রাতের মধ্যে স্রেফ পূর্বস্থলী ২ ব্লক থেকেই কংগ্রেস ৫টি, সিপিএম ৩০টি এবং বিজেপির তরফেও বেশ কিছু আসনে পুনরায় নির্বাচনের দাবি করা হয়। মঙ্গলবারও বিজেপি বেশ কিছু অভিযোগ জমা করে। কালনা ২ ব্লকে পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েতের সমস্ত বুথেই পুনর্নির্বাচন চেয়ে বিজেপির তরফে চিঠি দেওয়া হয় মহকুমাশাসককে। এ ছাড়াও বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ, জেলা সম্পাদক ধনঞ্জয় হালদার-সহ একটি প্রতিনিধিদল মহকুমাশাসক এবং এসডিপিওর কাছে লিখিত অভিযোগ করে দাবি করেন, কালনার হাটকালনা, কৃষ্ণদেবপুর, বাঘনাপাড়ার বেশ কিছু বুথে ভোটের দিন অবাধে ছাপ্পা দিয়েছে শাসকদলের দুষ্কৃতীরা। কৃষ্ণবাবুর আরও দাবি, এর পরেও বিজেপি-র একাধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়িয়েছে। যদিও পুলিশ সে অভিযোগ মানেনি।

পূর্বস্থলী উত্তর কেন্দ্রের সিপিএম বিধায়ক প্রদীপ সাহা বলেন, ‘‘আমাদের দাবি ছিল ৩০টি কেন্দ্রে পুনরায় ভোট। তবে মাত্র চারটি কেন্দ্রে হচ্ছে। দল ওই বুথগুলিতে সর্বশক্তি দিয়ে লড়াই করবে।’’ সিপিএমের জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক জানান, তাঁরা মেমারি ১ ব্লকের ২০টি বুথেও পুনর্নির্বাচন চেয়েছেন। অভিযোগ রয়েছে শাসকদলেরও। মেমারি ১ ব্লকের যুব তৃণমূল সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদপুরের কেজা গ্রামে বিরোধীরা এক জোট হয়ে বুথ দখল করে রেখেছিল। সেটা আমরা প্রশাসনকে জানিয়েছিলাম।”

তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথের কথায়, “প্রশাসন যা ভাল বুঝেছে করেছে। বিরোধীদের অভিযোগের কোনও ভিত্তি নেই। তবে, আমরা পুননির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।” যদিও বিজেপি নেতা স্বপন ভট্টাচার্যের আশঙ্কা, ‘‘আজ যে আসনগুলিতে ফের ভোট হবে, সেখানেও বুথ দখল করে ছাপ্পা মারার চেষ্টা হবে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE