Advertisement
০৯ নভেম্বর ২০২৪

বাইক চুরি চক্রে জড়িত সন্দেহে ধৃত ছাত্র

গুলি-ভর্তি রিভলবার-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে বসিরহাটের স্টেশন পাড়া এলাকা থেকে ধৃত ওই তরুণ শহরের একটি নামী স্কুলে একাদশ শ্রেণিতে পড়ে। পুলিশ জানায়, তার দুই সঙ্গী তাপস সরকার ও দীপঙ্কর রায়কেও গ্রেফতার করা হয়েছে। বসিরহাট থানার আইসি তপন মিশ্র বলেন, ‘‘ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদের পরে মোটর বাইক পাচার চক্রের দুই পান্ডাকেও গ্রেফতার করা হয়।’’

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ০২:৩৬
Share: Save:

গুলি-ভর্তি রিভলবার-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে বসিরহাটের স্টেশন পাড়া এলাকা থেকে ধৃত ওই তরুণ শহরের একটি নামী স্কুলে একাদশ শ্রেণিতে পড়ে। পুলিশ জানায়, তার দুই সঙ্গী তাপস সরকার ও দীপঙ্কর রায়কেও গ্রেফতার করা হয়েছে। বসিরহাট থানার আইসি তপন মিশ্র বলেন, ‘‘ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদের পরে মোটর বাইক পাচার চক্রের দুই পান্ডাকেও গ্রেফতার করা হয়।’’

ধৃতদের সোমবার বসিরহাট আদালতে তোলা হলে পুলিশ ওই ছাত্রকে ১৪ দিনের জেলহাজতে এবং বাকিদের ৫ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বসিরহাটে একের পর এক মোটর বাইক চুরির ঘটনা ঘটছিল। তদন্তে নেমে পুলিশ ওই চক্রের সঙ্গে এক ছাত্র জড়িত বলে জানতে পারে। সেই সূত্রেই রবিবার সন্ধ্যায় বসিরহাট থানার পুলিশের একটা দল সাদা পোশাকে স্টেশন এলাকায় অভিযানে নামে।

রাত সাড়ে ৮টা নাগাদ তারা ছাত্রটিকে আসতে দেখে। পুলিশের ‘সোর্স’ চিনিয়ে দেয় ছেলেটিকে। তাকে ঘিরে ফলে গ্রেফতার করে পুলিশ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই বা মোটর বাইক চুরির ঘটনায় ছাত্রের নাম জড়িয়ে যাওয়ায় পুলিশও চিন্তিত। আর কোনও ছাত্র ওই চক্রে জড়িয়ে পড়েছে কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, জেরার সময়ে ছেলেটির কোমর থেকে একটি গুলি-ভর্তি রিভলবার মেলে। বসিরহাটের নৈহাটি এলাকার বাসিন্দা ছেলেটিকে জেরা করে ভোর রাতে অভিযান চালিয়ে ধলতিথা এলাকা থেকে বাকি দু’জনকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, ধৃতেরা জেরায় জানিয়েছে, মোটর বাইক চুরি করে বাংলাদেশে পাচারের পাশাপাশি ছিনতায়ের কাজেও হাত পাকিয়েছে তারা। আরও একজন সাহায্য করে তাদের। পুলিশ এখন তার খোঁজ করছে।

অন্য বিষয়গুলি:

motorcycle trafficking student arrested
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE