Advertisement
০৬ নভেম্বর ২০২৪

সোনার বিস্কুট-সহ গ্রেফতার দুই

সোমবার ও মঙ্গলবার সকালে পেট্রাপোল শুল্ক দফতরের অপরাধ দমন শাখার কর্তারা তাদের আটক করেছেন। শুল্ক দফতর সূত্রে খবর, ধৃতদের নাম মহম্মদ আলি ও আবু সালাম।

উদ্ধার: সোনার বিস্কুট। ছবি: নির্মাল্য প্রামাণিক

উদ্ধার: সোনার বিস্কুট। ছবি: নির্মাল্য প্রামাণিক

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ০২:৫৫
Share: Save:

৭৫ লক্ষ টাকার সোনার বিস্কুট সহ দুই বাংলাদেশিকে গ্রেফতার করল শুল্ক দফতর। সোমবার ও মঙ্গলবার সকালে পেট্রাপোল শুল্ক দফতরের অপরাধ দমন শাখার কর্তারা তাদের আটক করেছেন। শুল্ক দফতর সূত্রে খবর, ধৃতদের নাম মহম্মদ আলি ও আবু সালাম। তাদের বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জ এলাকায়। তাদের কাছ থেকে মোট ২৭টি বিস্কুট পাওয়া গিয়েছে। পাসপোর্ট-ভিসা নিয়ে মঙ্গলবার সকাল ৭টা নাগাদ পেট্রাপোল আসে আবু সালাম। সূত্র মারফৎ কর্তারা জানতে পারেন, সোনা পাচার করছে সে। সেই মতো তাকে আটকে তল্লাশি শুরু হয়। তার জুতোর তলায় ২০টি বিস্কুট পাওয়া যায়। একই ভাবে সোমবার সকালে মহম্মদ আলিকেও গ্রেফতার করেন কর্তারা। তার কাছ থেকে সাতটি বিস্কুট পাওয়া যায়।

শুল্ক দফতরের ডেপুটি কমিশনার রাহল মাহাতো বলেন, “তারা কোথা বিস্কুট আনছিল, এ দেশে সেগুলো কোথায় পৌঁছে দেওয়ার কথা ছিল, ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা চলছে।” তবে পাসপোর্ট-ভিসা নিয়ে এ দেশে আসা যাত্রীদের সাহায্যে সোনা পাচারের পদ্ধতিটি নতুন।

অন্য বিষয়গুলি:

Gold Bar Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE