ভাঙচুরের পরে। নিজস্ব চিত্র
ভেড়ির মাছ চাষের টাকার বখরা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম হলেন কয়েকজন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে শাসনে। পুলিশ জানিয়েছে, ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়িও। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। ভেড়ির টাকার বখরা নিয়ে শাসনের সহরা এলাকার দুই তৃণমূল নেতা আর্শাদুল ইসলাম ও সিদ্দিক লস্করের কিছুদিন ধরে গোলমাল চলছিল। পুলিশ দু’পক্ষের কয়েকজনকে গ্রেফতারও করে।
এরপর রবিবার রাতে ফের সিদ্দিকের বাড়িতে আর্শাদুলের দলবল হামলা চালায় বলে অভিযোগ। প্রায় ৬০-৭০ জন বাড়ির বাইরে ভাঙচুর করে। মোটরবাইক ভাঙচুর করা হয়। ওই বাড়ির কাছে রাস্তার পাশেই রয়েছে রেজাবুল মণ্ডল নামে একজনের চায়ের দোকান। কেন সেই দোকানে রাজ্জাকেরা বসেন সেই অভিযোগে গরম জল রেজাবুলের গায়ে ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। পাশেই বাড়ি রেজাবুলের। সেখানেও হামলা হয় বলে অভিযোগ। খবর পেয়ে সেখানে আসে শাসন থানার পুলিশ। তার আগেই পালিয়ে যায় দুষ্কৃতীরা।
কেন পুলিশে খবর দেওয়া হয়েছে সেই ‘অপরাধে’ ফের সোমবার সকালে সিদ্দিকের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। জানালার কাচ ভেঙে বাড়ি তছনছ করে খুনের হুমকি দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। সিদ্দিকের ছেলে রাজ্জাক লস্কর (মিন্টু) বলেন, ‘‘আমাদের ৭০ শতক জমি লিজে রয়েছে। টাকা চাইতে গেলে দেওয়া হয় না।’’ আতঙ্কে দুই মেয়েকে নিয়ে ঘর ছেড়েছেন রাজ্জাক। তাঁর স্ত্রী নুরজাহান বিবি বলেন, ‘‘আমরা নিরাপত্তা চাই।’’
দোষীদের খোঁজে তল্লাশি চলছে। তবে এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন তৃণমূলের জেলা স্তরের নেতারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy