এ ভাবেই চলছে যাতায়াত। —নিজস্ব চিত্র।
যাতায়াতের রাস্তায় পুকুর পাড়ে প্রায় দেড়শো ফুট লম্বা পুরনো ঝাউগাছ ছিল। দিন কুড়ি আগে ঝড়ে সেটি মাটিসুদ্ধ উল্টে পড়েছে পাশের পুকুরে। এতে প্রায় ১৫ ফুট জায়গা জুড়ে ধস দেখা দিয়েছে। ফলে যাতায়াতের রাস্তা সংকীর্ণ হয়ে সমস্যায় পড়েছেন মানুষ। জয়নগর ২ ব্লকের দক্ষিণ বারাসত পঞ্চায়েতে কলেজের যাতায়াতের ওই রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনের দ্বারস্থ হলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ।
ওই ব্লকের কুলপি রোডের কলেজ মোড় থেকে দক্ষিণ বারাসত কলেজ বা স্টেশনে যাওয়ার জন্য বেলিয়াডাঙা ও নুরুল্লাপুর গ্রামের মাঝ দিয়ে ইটপাতা ও মাটির রাস্তা রয়েছে। এমনিতেই বৃষ্টি হলে রাস্তা চলাচলের অযোগ্য হয়ে দাঁড়ায়। ইটপাতা রাস্তাটি দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরা। দিন কুড়ি আগে ওই পথের পাশেই উল্টে পড়েছে গাছ। অপরিসর রাস্তায় চলতে গিয়ে অনেকে পড়ে যাচ্ছেন। রাতে রাস্তায় আলোর ব্যবস্থা না থাকায় কেউ ওই পথ মাড়াতে সাহস পাচ্ছেন না। অথচ ওই রাস্তাটি প্রায় ২৪ ঘণ্টা ব্যবহার করেন দক্ষিণ বারাসত স্টেশনের নিত্য যাত্রীরা।
বাসিন্দাদের অভিযোগ, গাছ পড়ে যাওয়ার পরে এত দিন কেটে গেল এখনও মেরামতের উদ্যোগী হচ্ছে না পঞ্চায়েত বা প্রশাসন। স্থানীয় বাসিন্দা অমল পাল, আতি মোর্তজা জমাদারদের অভিযোগ, সারা রাত-দিন প্রায় ২৪ ঘণ্টা ধরে ওই রাস্তায় মানুষ যাতায়াত করেন। তাঁদের ভোগান্তি হচ্ছে।’’ দক্ষিণ বারাসত পঞ্চায়েতের প্রধান সুজিত মণ্ডল বলেন, ‘প্রয়োজনীয় ফান্ড পেলে তবেই রাস্তা সারানো হবে। বিষয়টি বিডিওকেও বলা হবে। ব্লক প্রশাসন সূত্রের খবর, এখনও বিষয়টি তাঁদের কানে ওঠেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy