Advertisement
০৯ নভেম্বর ২০২৪

শাসনে হামলা, অভিযুক্ত তৃণমূল

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার শাসন এলাকা। শাসনের এক তৃণমূল সদস্যের বাড়িতে হামলা চালিয়ে বেশ কয়েক জনের বাইক ভাঙচুর করে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। রবিবার রাতের ওই ঘটনায় প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে কেউ গ্রেফতার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা
শাসন শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০১:৩৩
Share: Save:

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার শাসন এলাকা।

শাসনের এক তৃণমূল সদস্যের বাড়িতে হামলা চালিয়ে বেশ কয়েক জনের বাইক ভাঙচুর করে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। রবিবার রাতের ওই ঘটনায় প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে কেউ গ্রেফতার হয়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কীর্তিপুর ১ পঞ্চায়েতের তৃণমূল সদস্য আব্দুর রউফ রবিবার রাতে কয়েক জন অনুগামীকে নিয়ে বাড়িতে বৈঠক করছিলেন। রউফের অভিযোগ, সে সময়ে ওই পঞ্চায়েতেরই প্রধান তৃণমূলের মোফাজ্জেল আলি সশস্ত্র দলবল নিয়ে হামলা চালান। রউফ বলেন, ‘‘ওরা আমাদের মারধর করে। বেশ কয়েকটি মোটর বাইক ভেঙে দেয়।’’ শচীন মণ্ডল নামে কামদুনির এক বাসিন্দা বলেন, ‘‘আমি খড়িবাড়ি রোড ধরে বাড়ি ফিরছিলাম। মোফাজ্জেল ও তাঁর লোকজন আমার মোটর বাইক কেড়ে নিয়ে মারধর করেছে।’’ মোফাজ্জেলের নামে পুলিশে অভিযোগ করেছেন শচীনবাবুও।

তবে এ দিন মোফাজ্জেল বলেন, ‘‘শান্ত শাসন-কামদুনি ওরা অশান্ত করতে চাইছে। সে জন্য আমরা বিক্ষোভ দেখাই। মোটরবাইকটি ফেলে এক জন পালিয়ে যায়। যার মোটরবাইক তাকে প্রমাণ দিয়ে নিয়ে যেতে বলেছি।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE