কোথাও এটিএম কার্ড, কোথাও ক্রেডিট কার্ড জালিয়াতির শিকার হচ্ছেন গ্রাহকেরা। তাঁদের অজান্তেই তুলে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা।
কারচুপি করে এক ব্যক্তির এটিএম থেকে কয়েক হাজার টাকা তোলার অভিযোগ উঠেছে হাসনাবাদে। সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ জানিয়েছে, রামেশ্বরপুর গ্রামে বাড়ি পেশায় স্বাস্থ্য দফতরের অবসরপ্রাপ্ত কর্মী সুকুমার ঘোষের অ্যাকাউন্ট থেকে প্রায় ৫৮ হাজার টাকা তোলা হয়েছে। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষও। ২০০৯ সালে একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের হাসনাবাদ শাখায় সুকুমারবাবুর অ্যাকাউন্ট খোলা হয়। সে সময়েই তিনি এটিএম কার্ড পেয়েছিলেন। কিন্তু সেই কার্ড কোনও দিনই সুকুমারবাবু ব্যবহার করেননি বলে দাবি। শনিবার ওই অ্যাকাউন্ট থেকে প্রথম দশ হাজার টাকা তোলার এসএমএস আসে সুকুমারবাবুর মোবাইলে। এরপর ফের সোমবার দু’দফায় ওই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার এসএমএস আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
অন্য দিকে, এক যুবকের ক্রেডিট কার্ড জালিয়াতি করে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল বসিরহাটে। সোমবারের ঘটনা। ইটিন্ডার বাসিন্দা শৌভিক দে নামে ওই যুবক মঙ্গলবার বেসরকারি ব্যাঙ্কের বসিরহাট শাখায় ও থানায় অভিযোগ করেন। তদন্ত শুরু করেছে ব্যাঙ্ক। শৌভিকের দাবি, ‘‘প্রথমে সোমবার বিকেল ৩টে নাগাদ ক্রেডিট কার্ডের নম্বর ব্যবহার করে ৫০ টাকার মালপত্র কেনা হয়েছে বলে ফোনে এসএমএস আসে। পর পর ১০০, ৫০০০ ও ২৬০০০ টাকার জিনিসপত্র কেনা হয়েছে বলেও এসএমএস ঢোকে। ১৫ মিনিটের মধ্যে ২৪ বার টাকা তোলার চেষ্টা করা হয়েছে।’’ তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখায় জানিয়ে ক্রেডিট কার্ডের নম্বর লক করে দেওয়া হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy