Advertisement
০৬ নভেম্বর ২০২৪

ফের বন্ধ অ্যাংলো ইন্ডিয়া চটকল

মে দিবসের রাত পেরোতেই ফের বন্ধ হয়ে গেল উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ার অ্যাংলো ইন্ডিয়া চটকল (এ আই চাঁপদানি চটকল)। কাজ হারালেন এক হাজারের কিছু বেশি কর্মী।

নোটিস দিকে তাকিয়ে হতাশ শ্রমিক। নিজস্ব চিত্র।

নোটিস দিকে তাকিয়ে হতাশ শ্রমিক। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ব্যারাকপুর শেষ আপডেট: ০৩ মে ২০১৬ ০৩:১৫
Share: Save:

মে দিবসের রাত পেরোতেই ফের বন্ধ হয়ে গেল উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ার অ্যাংলো ইন্ডিয়া চটকল (এ আই চাঁপদানি চটকল)। কাজ হারালেন এক হাজারের কিছু বেশি কর্মী। সোমবার সকালে চটকলের প্রথম শিফ্‌টের কাজ শুরুর আগেই মূল দরজায় সাময়িক কাজ বন্ধের নোটিস ঝুলিয়ে দেওয়া হয়।

চটকল-কর্তৃপক্ষ জানিয়েছেন, কাঁচা পাটের দাম বেড়ে যাওয়া এবং উৎপাদিত পণ্যের বাজার না থাকার জন্যই একশো বছরের পুরনো এই চটকলটি সাময়িক ভাবে বন্ধ করতে হল। এর আগে গত বছর ২৬ মে থেকে অক্টোবর মাস পর্যন্তও একই কারণ দেখিয়ে বন্ধ রাখা হয়েছিল চটকলটি। এ বার শ্রমিকদের আশঙ্কা, শিল্পাঞ্চলের নির্বাচন মিটে যাওয়ার পরেই পরিকল্পিত ভাবে চটকলটি বন্ধ করা হয়েছে। তাই আপাতত এটি খোলার কোনও সম্ভবনা নেই। যদিও চটকলের এক কর্তার দাবি, মন্দা কাটলেই ফের খোলা হবে চটকলটি। অন্য দিকে, এ দিন বিকেলে কাঁকিনাড়া চটকলেও কারখানার রুগ্‌ণ অবস্থা নিয়ে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়।

ব্যারাকপুর শিল্পাঞ্চলের তৃণমূলের শ্রমিক নেতা তথা ভাটপাড়ার বিদায়ী বিধায়ক অর্জুন সিংহ বলেন, ‘‘খুব শীঘ্র যাতে চটকলটি খোলা যায়, সে জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে।’’ শিল্পাঞ্চলের সিটু নেত্রী তথা নৈহাটির সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের দাবি, ‘‘কাঁকিনাড়া চটকল, অ্যাংলো ইন্ডিয়া চটকল-সহ শিল্পাঞ্চলের প্রায় সব ক’টি চটকলেই শ্রমিকদের অবস্থা শোচনীয়। বিষয়টি শ্রম দফতরে জানিয়েছি।’’

অন্য বিষয়গুলি:

Anglo Indian jute mill notice
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE