স্বামীকে ছাড়াই কুম্ভমেলায় গিয়েছেন তরুণী। জীবনসঙ্গী বাড়িতে থাকলে কি পুণ্যস্নান করতে পারবেন না? উপায় খুঁজে বার করলেন তরুণী। কুম্ভমেলায় গিয়ে স্বামীকে ভিডিয়ো কল করলেন তিনি। তার পর মোবাইল ফোন জলে কয়েক বার ডুবিয়ে ফেলতে দেখা গেল তাঁকে। স্বামী যে কুম্ভস্নান সেরে ফেলেছেন! একগাল হাসি নিয়ে জল থেকে উঠে পড়লেন তরুণী। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘আসলি.শুভ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, চুড়িদারের উপর সোয়েটার পরে জলে নেমেছেন এক তরুণী। তরুণীর এক হাতে ফোন। অন্য হাত দিয়ে ওড়না সামলে যাচ্ছেন তিনি। প্রয়াগরাজের কুম্ভমেলায় গিয়েছেন সেই তরুণী।
তবে নিজে কুম্ভস্নান না করে জলের মধ্যে ফোন ডোবাচ্ছেন তিনি। আসলে, কুম্ভমেলায় গিয়ে স্বামীকে ভিডিয়ো কল করেছিলেন তরুণী। কুম্ভমেলায় সশরীরে উপস্থিত থাকতে পারেননি তাঁর স্বামী। তাতে কী যায়-আসে! স্বামীকে ভিডিয়ো কল করে জলেই বার বার ফোন ডুবিয়ে দিলেন তিনি। অনলাইন মাধ্যমে তরুণীর স্বামী সারলেন কুম্ভস্নান। ধুয়ে ফেললেন সমস্ত পাপও।
সম্প্রতি কুম্ভমেলায় গিয়ে স্নান সারতে দেখা গিয়েছিল এক তরুণকে। জলে নেমে নিজে ডুব দেওয়ার পাশাপাশি নিজের মোবাইলও ডুবিয়ে দিচ্ছিলেন তিনি। তরুণকে বলতে শোনা গিয়েছিল, ‘‘বন্ধুরা, আমি আমার সঙ্গে সঙ্গে ফোনেরও স্নান করিয়ে ফেললাম।’’ তার পর জলের মধ্যে তিন বার ডুবিয়ে দিয়েছিলেন ফোনটিকে। ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছিল, ‘‘মোবাইল ফোনটিও প্রচুর পাপের ভাগীদার।’’