কুম্ভস্নান সারলে পাপ ধুয়েমুছে সাফ হয়ে যাবে। তাই নিজের মোবাইল ফোনই জলে ডুবিয়ে দিলেন তরুণ। ফোন ডুবিয়ে পাপস্খালন করে ফেলেছেন তা জানালেনও তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (আনন্দবাজার অনলাইনের হাতেও সেই ভিডিয়োটি এসেছে)।
‘ব্যাডঅ্যাসবানিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, প্রয়াগরাজের কুম্ভমেলায় গিয়ে স্নান সারছেন এক তরুণ। জলে নেমে নিজে ডুব দেওয়ার পাশাপাশি নিজের মোবাইলও ডুবিয়ে দিচ্ছেন তিনি। তরুণের পরনে কালো রঙের প্যান্ট। তা পরেই জলে নেমেছেন তিনি। দু’হাত দিয়ে মোবাইল ফোনটি ধরে রেখেছেন তিনি।
তরুণকে বলতে শোনা যায়, ‘‘বন্ধুরা, আমি আমার সঙ্গে সঙ্গে ফোনেরও স্নান করিয়ে ফেললাম।’’ তার পর জলের মধ্যে তিন বার ডুবিয়ে দিলেন ফোনটিকে। ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘মোবাইল ফোনটিও প্রচুর পাপের ভাগীদার।’’
ভিডিয়োটি দেখে সমাজমাধ্যমে হাসির রোল উঠেছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আপনি ঠিক কাজ করেছেন। ফোন আমাদের অনেক গোপন কথা জানে।’’ আবার এক জন আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, ‘‘সব জিনিস নিয়ে মজা করা উচিত নয়। ফোনটা যদি জলে ডুবে যেত তা হলে খুঁজে পেতেন?’’