তরুণীর সংসার বহু দিনের। প্রেম-ভালবাসায়, মান-অভিমানে মনের মানুষের সঙ্গে এক ছাদের তলায় বাস করছেন তরুণী। কিন্তু স্নানরত স্বামীর কাণ্ড দেখে নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান তিনি। সমাজমাধ্যমে সেই কথাই ভিডিয়ো করে জানান তরুণী (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ব্রিটফররিয়্যাল’ নামের অ্যাকাউন্ট থেকে টিকটকের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করেন তরুণী। ভিডিয়ো চালু করে তরুণী তাঁর স্বামীকে প্রশ্ন করেন তিনি স্নান করার সময় কী করেন? তরুণ অঙ্গভঙ্গি করে শরীরে হাত বুলিয়ে দেখাতে শুরু করেন যে তিনি কী ভাবে স্নান করেন। শাওয়ারের তলায় দাঁড়িয়ে খুব ভাল করে দাড়ি ধুয়ে ফেলেন তরুণ। তার পর পেট থেকে যৌনাঙ্গ পর্যন্ত কোনও রকমে ত্রিভুজাকার ভাবে হাত বুলিয়ে ধুয়ে ফেলেন তিনি।

সত্য জানিয়ে ধরা পড়লেন তরুণ। —ছবি: সংগৃহীত।
পিঠে সামান্য জল দিয়েই স্নান সেরে ফেলেন তরুণ। তরুণের কাছে তাঁর স্নানের বর্ণনা শুনে নিজের ভবিষ্যতের জন্য চিন্তা প্রকাশ করেন তাঁর স্ত্রী। স্বামীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘‘আমার ভয় করছে। তুমি দয়া করে থেমে যাও। তুমি এত যত্ন করে দাড়ি ধুতে পার আর শরীরের অন্য জায়গা পরিষ্কার করো না কেন?’’ আসলে তরুণী তাঁর স্বামীকে স্নানরত অবস্থায় দেখে ফেলেছিলেন। তার পরেই আঁতকে ওঠেন তিনি। তরুণীর পোস্ট করা ভিডিয়ো দেখে সমাজমাধ্যমের একাংশ মন্তব্য করেছেন, ‘‘বিয়ের আগে সঙ্গীর সঙ্গে অন্তত দু’এক বার স্নান করা প্রয়োজন। সঙ্গীর পরিচ্ছন্নতা নিয়ে আগে থেকেই সব কিছু জানা উচিত।’’