জঙ্গলের মাঝে এক সিংহীকে আদর করার জন্য প্রস্তুতি নিচ্ছিল ‘বনের রাজা’। তাদের ঘিরে দাঁড়িয়েছিল পর্যটকদের গাড়ি। ‘বাইরের লোকেদের’ সামনেই আবার আদর করা কিসের! রেগে গিয়ে সিংহের উপর ঝাঁপিয়ে পড়ল সিংহীটি। গর্জন করে তাকে সেখান থেকে তাড়িয়েও দিল ‘বনের রানি’। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এলরেডেলঅ্যাসবেস্টিয়াস’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, পর্যটকদের সামনে এক সিংহের উপর ঝাঁপিয়ে পড়ছে এক সিংহী। গর্জন করে থাবা দিয়ে সিংহের গালে চড়-থাপ্পড় মেরে দিল সে। দক্ষিণ আফ্রিকার টিম্বাবতী গেম রিজ়ার্ভে এই ঘটনাটি ঘটেছে।
সিংহ-সিংহীর জুটিকে দেখতে তাদের ঘিরে দাঁড়িয়েছিল পর্যটকদের গাড়ি। সকলের সামনেই সিংহীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়ার ইচ্ছাপ্রকাশ করে সিংহটি। আদর করতে সিংহীর দিকে এগিয়ে যায় সে। পর্যটকদের সামনে আদর করতে যাচ্ছিল বলে লাফিয়ে ওঠে সিংহী। গর্জন করে তেড়ে যায় সিংহের দিকে। ভয় পেয়ে পিছিয়ে যেতে থাকে সিংহটি। ‘বনের রানি’র কাছে মারও খায় সে। সিংহকে মারধর করে সেখান থেকে চলে যায় সিংহীটি। পর্যটকদের সামনে দাঁড়িয়ে মাথা ঝাঁকিয়ে আবার সিংহীর পিছন পিছন হাঁটতে হাঁটতে চলে গেল পশুরাজ।