পেশায় খেলোয়াড় ছিলেন তরুণ। কমব্যাট স্পোর্টস খেলতেন তিনি। কিন্তু খেলাধুলা থেকে অবসর নিয়েছেন তিনি। বর্তমানে জিমে গিয়ে শরীরচর্চার প্রশিক্ষণ দেন তরুণ। তা ছাড়া অশ্বারোহণ এবং তিরন্দাজির প্রশিক্ষক হিসাবেও উপার্জন করেন। বিয়ে করেননি তিনি। তবে ভাড়াবাড়িতে থাকার জন্য মনের মতো ‘সঙ্গী’ খুঁজে নিয়েছেন তরুণ। পোষ্য কুকুরকে নিয়ে একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি। কিন্তু মনে শান্তি পাচ্ছিলেন না। তাই চলতি বছরের জানুয়ারি মাসে একটি মহিষশাবক কিনে এনেছিলেন তরুণ। তাঁর দাবি, মহিষটিকে পোষ মানানোর পর থেকে জীবনে চলার পথে অনুপ্রেরণা পাচ্ছেন তিনি।
আরও পড়ুন:
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩০ বছর বয়সি তরুণের নাম চেন। দক্ষিণ চিনের গুয়াংদং প্রদেশের ফোশান এলাকার বাসিন্দা তিনি। খেলাধুলা থেকে অবসর নেওয়ার পর শরীরচর্চা, অশ্বারোহণ এবং তিরন্দাজির প্রশিক্ষক হিসাবে কাজ করেন চেন। প্রতি মাসে ৬ হাজার ইউয়ান (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৭০ হাজার ৭৭৬ টাকা) রোজগার করেন তিনি। একটি কুকুর পোষেন চেন। ভালবেসে তার নাম রেখেছেন লিটল বিয়ার।
চলতি বছরের জানুয়ারি মাসে চার মাস বয়সি একটি মহিষশাবক কিনেছেন চেন। সেই মহিষের নাম রেখেছেন বুল ডেমন কিং। চেনের দাবি, আগে একটি আবাসনে ভাড়া থাকতেন তিনি। কিন্তু মহিষ পুষছেন জেনে তাঁর বাড়িওয়ালা তাঁকে ভাড়াবাড়ি থেকে উৎখাত করে দেন। পরে আবার একটি বাড়িতে ভাড়া থাকা শুরু করেছেন তিনি।
অবিবাহিত চেন তাঁর পোষ্য কুকুরকে নিয়ে বাড়িতে থাকেন, সে কথাই জানেন বাড়িওয়ালা। ঘরের ভিতর মহিষকে লুকিয়ে রাখেন চেন। খাওয়ানো থেকে শুরু করে স্নান করানো— সব দায়িত্ব একা হাতেই পালন করেন তরুণ। তবে বেশি দিন সেই বাড়িতে থাকবেন না বলেও জানিয়েছেন চেন। দুই পোষ্যকে নিয়ে তিনি গ্রামের বাড়িতে চলে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তরুণ।