আরও এক বার ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠল আইপিএলে। এ বার পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জুনেইদ খান অভিযোগ করলেন। তিনি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেই ভিডিয়োকেই প্রমাণ হিসাবে তুলে ধরতে চেয়েছেন জুনেইদ।
কোন ভিডিয়ো পোস্ট করেছেন জুনেইদ? মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে ঈশান কিশনের আউট হওয়ার ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। সেই ম্যাচে দীপক চহরের লেগ স্টাম্পে করা বলে ফ্লিক করতে গিয়েছিলেন ঈশান। বল তাঁর গ্লাভসের খুব কাছ দিয়ে গিয়ে উইকেটরক্ষক রায়ান রিকেলটনের হাতে জমা পড়ে। বোলার বা উইকেটরক্ষক কেউই খুব জোরে আউটের আবেদন করেননি। তবে সে সব না দেখেই ঈশান সাজঘরের দিকে হাঁটা দেন। ঈশানের কাণ্ড দেখে অবাক হয়ে যান আম্পায়ারও। তিনি হাত তুললেও আউট বোঝানোর জন্য তর্জনী তোলেননি। আঙুল তুলবেন কি না সেটা নিয়েও দ্বিধাগ্রস্ত দেখায় তাঁকে। শেষ পর্যন্ত আঙুল তুলে দেন। চহর তখন নিজের বোলিং রান-আপের দিকে ফিরে যাচ্ছিলেন। হঠাৎ করে দেখেন আম্পায়ার আঙুল তুলেছেন। তার পরেই মুম্বই উচ্ছ্বাস করতে শুরু করে। ঈশান ফেরার সময় তাঁর মাথায় আদরসুলভ চাপড় দেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ড্য। পরে রিপ্লে-তে দেখা যায়, ঈশানের ব্যাট বা গ্লাভস কোথাও বল লাগেনি।
আরও পড়ুন:
আউট না হয়েও ঈশানের এই ভাবে মাঠ ছাড়া দেখেই ম্যাচ গড়াপেটার অভিযোগ করেছেন জুনেইদ। তিনি ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, “কিছু তো গন্ডগোল আছে।”
এই প্রথম নয়, এ বারের আইপিএলে আগেও গড়াপেটার অভিযোগ উঠেছে। রাজস্থান ক্রিকেট সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। লখনউয়ের বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে ২ রানে হেরেছে রাজস্থান। শেষ ওভারে ৯ রান করতে পারেনি তারা। জয়দীপ বলেন, “৬ বলে ৯ রান করতে পারেনি রাজস্থান। এমন নয় যে সব উইকেট পড়ে গিয়েছিল। দলের সেরা ব্যাটারেরা তখন খেলছিল। ওই জায়গা থেকে কী ভাবে একটা দল হারতে পারে? একটা বাচ্চাও বুঝতে পারবে যে ম্যাচ গড়াপেটা করা হয়েছে।”
- ১৮ বছরের খরা কাটিয়ে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম বার আইপিএল জেতার স্বাদ পেয়েছেন বিরাট কোহলি। ফাইনালে পঞ্জাব কিংসকে ছ’রানে হারিয়েছে বেঙ্গালুরু।
- ট্রফি জেতার পরের দিনই বেঙ্গালুরুতে ফেরেন বিরাট কোহলিরা। প্রিয় দলকে দেখার জন্য প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। সেখানে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। আহত ৫০-এরও বেশি। ঘটনাকে ঘিরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছে।
-
১১ মৃত্যুর জের, আইপিএল জয়ের উৎসবে কী কী করা যাবে না, শনিবার ঠিক করবে বোর্ড, আর কী কী নিয়ে আলোচনা?
-
‘লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে’! বেঙ্গালুরুতে কোহলিদের উৎসবের আগে সতর্ক করেছিল পুলিশই, তবু কেন এড়ানো গেল না দুর্ঘটনা
-
আইপিএলের শেষ পর্বে ছিলেন না, ভারত-পাক সংঘাত, না কি ‘বিশেষ’ কারণে খেলতে আসেননি স্টার্ক?
-
‘ভিড়ের চাপে স্ত্রীয়ের হাত ছুটে যায়’, পদপিষ্টে প্রিয়জন হারিয়ে কথা বলার ভাষা নেই পরিবারের
-
অফিসে খোলা পড়ে ল্যাপটপ, আরসিবি-র অনুষ্ঠান দেখেই ফিরবেন বলেছিলেন, ফিরে এল তথ্যপ্রযুক্তি কর্মী কামাক্ষীর দেহ